Answer:
বর্তমানে যে সকল প্রতিষ্ঠানে প্রভিডেন্ট ফান্ড চালু আছে তাদের তৈরি করা একটা রেওয়াজ আছে।যে সকল কর্মীরা প্রতিষ্ঠানে ৩ বছর সময় চাকুরী সম্পন্ন না করবেন তারা প্রভিডেন্ট ফান্ডে মালিকের অংশ পাবেন না।কিন্তু আইন বলছে ভিন্ন বিষয়,বাংলাদেশ শ্রম আইনের বিধি-২৬৩ অনুযায়ী যদি কোন কর্মীর চাকুরীর বয়স ২ বছর হয় বা প্রভিডেন্ট ফান্ডের সদস্য পদের মেয়াদ ১ বছর হয়।তবে উক্ত কর্মী মালিকের অংশের সম্পূর্ণ টাকা পাবেন।কোন কর্মী চাকুরীকালীন সময়ে মৃত্যুবরন করলে তাহার চাকুরীর মেয়াদ যাই হোক না কেন, তাহার পোষ্যগন মালিকের অংশ সম্পূর্ণ পাইবার অধিকারী হইবেন।
Collected
Question: প্রভিডেন্ট ফান্ডের জন্য কতগুলো ব্যাংক একাউন্ট লাগবে?
Question: প্রভিডেন্ট ফান্ড থেকে নেয়া ঋনে সুদ দিতে হবে কি?
Question: প্রভিডেন্ট ফান্ডের সদস্যপদ কে পাবে না?