Question : অগ্নি প্রতিরোধ নির্বাপন বিধিমালা,২০১৪ এর ১৯(৩) অনুযায়ী অগ্নি নির্বাপন বিষয়ক সাধারণ ব্যবস্থাদি কি কি ?

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Answer:

অগ্নি প্রতিরোধ  নির্বাপন বিধিমালা,২০১৪ এর ১৯(৩) অনুযায়ী অগ্নি নির্বাপন বিষয়ক সাধারণ ব্যবস্থাদি……….. 
⛔ ফায়ার ফাইটিং ফ্লোর প্ল্যানঃ বহুতল বাণিজ্যিক ও ৫০০ বর্গমিটার ফ্লোর এরিয়াবিশিষ্ট শিক্ষা, সমাবেশ, প্রাতিষ্ঠানিক, শিল্প, বিপজ্জনক ও মিশ্র ব্যবহার শ্রেণির ভবন নির্মানের জন্য ফায়ার ফাইটিং ফ্লোর প্লানে নিম্নোক্ত বিষয়াবলি চিহ্নিত করে ফ্লোর প্ল্যান তৈরি করতে হবে ।
প্ল্যান স্থায়ী অগ্নি নির্বাপন ব্যবস্থাদি,জরুরি নির্গমন সিঁড়ি ও বিকল্প সিঁড়ি,লিফট ও ফায়ার লিফট, ডিটেকশন সিস্টেম, এলার্মিং সিস্টেম, ইমার্জেন্সি লাইট, এক্সিট সাইন, রিজার্ভার, ডাক্টসসমূহ, ফায়ারকমান্ড স্টেশন, ট্রান্সফরমার কক্ষ, স্ট্যান্ডবাই জেনারেটর কক্ষ, ফায়ার ফাইটিং পাম্প হাউজ, রাইজার পয়েন্ট ও হোজ কেবিনেট, স্প্রিংকলার হেড, ওয়াটার স্প্রে প্রজেক্টর হেড, সেফটি লবি, ফায়ার রেটেড ডোর, ভেন্ট, এভিয়েশন লাইট ও এতদ্ সংক্রান্ত নিম্নলিখিত বিষয়সমূহ ফায়ার ফাইটিং বিল্ডিংপ্ল্যানে লিজেন্ডসহ উল্লেখ করতে হবে…….
যথা:-
♦(১ ) ভূগর্ভস্থ ও মেজানাইন ফ্লোরসহ ইমারতের সকল তলার ফায়ার ফাইটিং ফ্লোর প্ল্যান ১:১০০ স্কেল অনুপাতে অংকন করতে হবে ।
♦(২) বিল্ডিং প্ল্যানে উত্তর দিক চিহ্নিত হতে হবে ।
♦(৩) ভূমি আচ্ছাদনসহ (কাভার্ড এরিয়া) সকল তলায় আলাদা আলাদা ফ্লোর প্ল্যানসহ রুমের আকার ও পরিমাপ,দেয়ালের পুরুত্ব,ফ্রেমিং মেম্বারসহ সিঁড়ি,র্যাম্প ও লিফটকোরের অবস্থান চিহ্নিত করতে হবে ।
♦(৪) প্ল্যানে ভবনের ভবনের সকল তলা যে যে ব্যবহার শ্রেণি দ্বারা ব্যবহৃত হবে তা পরিপূর্ণ বিবরণ থাকতে হবে ।
♦(৫) প্লানে জরুরী সেবা সার্ভিসসমূহ ও ডাক্টের অবস্থান চিহ্নিত করতে হবে ।
♦ (৬) প্ল্যানে সকল জরুরি সেবা সার্ভিসের অবস্থান ও সংখ্যা উল্লেখ করতে হবে ।
♦(৭) প্ল্যানে বেইজমেন্টের দেয়াল,অন্যান্য দেয়াল,মেঝে এবং ছাদের পুরুত্বসহ নির্মান উপকরন,ফ্রেমিং মেম্বারের পরিমানসহ কক্ষের ও ওয়ালের উচ্চতা এবং ড্রেন ও ভবনের প্রসারিত অংকনসহ ছাদের স্লোপ এবং সিঁড়ি ঘরের পরিপূর্ণ বর্ণনা থাকতে হব। ৷৷  ৷  
♦(৮) সাইটে প্রবেশের রাস্তার অবস্থান ও প্রশস্থতা চিহ্নিত করতে হবে ।
♦(৯) প্রবেশ  নির্গমনর ফুটপাত এবং গুরুত্বপূর্ণ রাস্তার পরিমাপসহ সকল দিকের উন্নতির বর্ণনা ।
♦(১০)সীমানা প্রাচীরের উচ্চতা ও ধরন।
♦(১১) প্লটে অগ্নি নির্বাপক গাড়ি প্রবেশের এবং ভবনের চতুর্দিক গমনাগমনের জন্য পরিপূর্ণ টার্নিং সার্কেলের বর্ণনাসহ প্রবেশপথ ও প্লটের অভ্যন্তরীণ রাস্তার বর্ণনা ।
♦(১২) করিডোরসহ বিকল্প সিঁড়ির প্রস্থ ও অবস্থানের বর্ণনা ।
♦(১৩) জরুরি নির্গমন সিঁড়ির অবস্থান,ধোঁয়া নিরোধক লবি ও অগ্নি নিরোধক দরজার অবস্থান ও সংখ্যা ।
♦(১৪) ভবনের ভিবিন্ন তলায় অবস্থিত রিফিউজ স্যুট,রিফিউজ চেম্বার ও সার্ভিস ডাক্টের অবস্থান ও সংখ্যার বর্ণনা ।
♦(১৫) ভবনের যানবাহন ও পথচারী প্রবেশ,নির্গমন,ড্রাইভওয়ে,র্যাম্প ও গাড়ি পার্কিংয়ের স্থান প্রদর্শনসহ পার্কিং প্লান।
♦(১৬) রিফিউজ এরিয়া চিহ্নিতকরণ।
♦(১৭) ভবনের বিল্ডিং সার্ভিস তথা এয়ার কন্ডিশন মেশিন রুম, মেকানিক্যাল ভেন্টিলেশন,ভেন্ট গ্যস পাইপ  ও বয়লারের অবস্থান সংখ্যার(প্রযোজ্যক্ষেত্রে) বর্ণনা।
♦(১৮) এক্সিট সাইনসহ এক্সিট মার্কিংয়ের পরিপূর্ণ বর্ণনা ।
♦(১৯) সাব-স্টেশন(ট্রান্সফরমার ও সুইচগিয়ার রুম) এবং জেনারেটর রুমের অবস্থানের বর্ণনা ।
♦(২০) স্মোক এক্সহাস্ট সিস্টেম চিহ্নিতকরন ।
♦(২১) ফায়ার এলার্ম সিস্টেমের ম্যানুয়্যাল কল পয়েন্ট,এলার্মবেল ও স্টোবের অবস্থান ও সংখ্যার বিবরণ।
♦(২২) স্মোক ডিটেক্টর,হিট ডিটেক্টর এবং ডিটেকশন সিস্টেমসহ কন্ট্রোল ও রিপিটার প্যানেল বোর্ড এর সংযোগ বিষয়ে বিস্তারিত বিবরণসহ পিএ সিস্টেমর বর্ণনা।
♦(২৩)  ভবনের অভ্যন্তরে স্থাপিত রাইজার,ড্রেঞ্চার,স্প্রিংকলার ও অন্যান্যস্থায়ী অগ্নি নির্বাপণ ব্যবস্থার বিস্তারিত বর্ণনা ও অবস্থা।
♦(২৪) ফায়ার সার্ভিস ইনলেট সুবিধাসহ আন্ডারগ্রাউন্ড রিজার্ভারের ধারনক্ষমতা ও ফায়ার ফাইটিং পাম্প হাউজের অবস্থান এবং ওভারহেড রিজার্ভারের ধারনক্ষমতাসহ অবস্থানের বর্ণনা।
♦(২৫) ভবনের ফায়ার কমান্ড স্টেশনের অবস্থান ও পরিমাপের বর্নণা ।
♦(২৬) ভবনের লাইটনিং এ্যারেস্টারের বর্ণনা ।
♦(২৭) এভিয়েশন লাইটর (প্রযোজ্য ক্ষেত্রে) উচ্চতা,অবস্থানও সংখ্যা চিহ্নিতকরণ।
♦(২৮) বহনযোগ্য অগ্নি নির্বাপক যন্ত্রের সংখ্যা ও অবস্থান চিহ্নিতকরণ।

Collected

.Private

Question : কলকারখানার / প্রতিষ্ঠানের ভবন, বৈদ্যুতিক ও অগ্নি-নিরাপত্তা নিশ্চিতকরণ প্রসঙ্গে কি কি পদক্ষেপ নিতে হবে?

92 thoughts on “Question : অগ্নি প্রতিরোধ নির্বাপন বিধিমালা,২০১৪ এর ১৯(৩) অনুযায়ী অগ্নি নির্বাপন বিষয়ক সাধারণ ব্যবস্থাদি কি কি ?

  1. My partner and I absolutely love your blog and find nearly all of your post’s to be exactly what I’m looking for. Do you offer guest writers to write content in your case? I wouldn’t mind writing a post or elaborating on a lot of the subjects you write in relation to here. Again, awesome web log!

  2. Thanks for your fascinating article. One other problem is that mesothelioma cancer is generally due to the inhalation of fibres from asbestos fiber, which is a very toxic material. It really is commonly witnessed among laborers in the engineering industry who definitely have long contact with asbestos. It can be caused by moving into asbestos covered buildings for long periods of time, Your age plays an important role, and some persons are more vulnerable for the risk in comparison with others.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get 30% off your first purchase

X
error: Content is protected !!