Answer: বাংলায় বলে মহার্ঘ ভাতা আর ইংরেজিতে বলে Dearness Allowance।
সারা দিন বিভিন্ন আলোচনা অনুষ্ঠানে শুনবেন যে মুদ্রাস্ফীতি দেশে অনেক বেশি।
এই মুদ্রাস্ফীতি আবার কি জিনিস?
ভাই ইহা জানার কোন দরকার নাই এবং আপনাকে যাহা জানা প্রয়োজন তাহা হল মনেকরুন মূদ্রা স্ফিতির কারনে বেশি ডিমের হালি ২০ টাকা থেকে ৩৫ টাকা হয়ে গেছে।
যখন মুদ্রাস্ফীতি বেশি হয় তখন মালিক বা সরকারকে বেতন বৃদ্ধি করতে হয়।
আপনারা জানেন যে মালিক এবং সরকারের বেতন বাড়ানোর কথা শোনা মাত্রই তাদের তাল বাহানা বেড়ে যায়। তাই সরকার যখন কোন মজুরী বোর্ড গঠন করেন তার ১ বা ২ বছর পরে কোন মজুরী কাঠামো পাওয়া যায়।
এই দুই বছর কিন্তু কর্মীকে ডিম ৩৫ টাকা দিয়ে কিনতে হবে,তাই সরকার নতুন মজুরী চুড়ান্ত না হওয়া পর্যন্ত কর্মী যাতে ডিম ৩৫ টাকা করে কিনে খেতে পারে এই জন্য মূল বেতনের সাথে ১০% বা ২০% টাকা বৃদ্ধি করার জন্য নির্দেশ দান করেন।
আপনার মূল বেতন ছিল ৩০০০ টাকা সরকার যদি ১০% বৃদ্ধি করে দেন,তবে নতুন মূল মজুরী হবে ৩৩০০ টাকা।
আপনি যে ৩০০ টাকা বেশি পাবেন তাই হল মহার্ঘ ভাতা নতুন মজুরী চুড়ান্ত না হওয়া পর্যন্ত এবং নতুন মজুরী পাশ হওয়ার সাথে সাথে মহার্ঘ ভাতা বাতিল হইয়া যাবে।
Collected.
.
.
HR ( Human Resource) এর মুল Menu তে ফিরে যেতে ক্লিক করুন
শ্রম আইন বিষয়ক প্রশ্ন ও উত্তর সংক্রান্ত Menu তে ফিরে যেতে ক্লিক করুন !!!
মাতৃত্বকালীন প্রশ্ন ও উত্তর এবং বিশ্লেষন
Injury / Accident / Disease সংক্রান্ত প্রশ্ন ও উত্তর
সার্ভিস বেনিফিট বা চাকুরিচ্যুত সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
মজুরী সংক্রান্ত প্রশ্ন ও উত্তর
ফান্ড , বিমা এবং তহবিল সংক্রান্ত প্রশ্ন ও উত্তর
শ্রম আইন ভিত্তিক অন্যান্য প্রশ্ন ও উত্তর এবং বিশ্লেষন