উত্তর: পোশাক সম্পর্কিত সকল তথ্য পাওয়ার জন্য পোশাকের মধ্যে যে তথ্য বা লিস্ট সংযুক্ত করা হয় তাকে লেবেল (Label) বলে।
Label লেবেলের গুরুত্ব?
বাজারে পোশাক বিক্রয় করতে হলে অব্যশই পোশাকের লেবেল থাকা খুবেই গুরুত্বপূর্ণ। তার কারণ হল ক্রেতা অবশ্যই তার পছন্দের পোশাকটির বিভিন্ন তথ্য বা উপাত্ত জানতে চাইবে। যেমন বলা যায় পোশাকটির সাইজ কত তা জানা না গেলে কোন ক্রেতাই সেই পণ্যটি ক্রয় করতে সক্ষম হবে না।
আবার পোশাকটি কোন আঁশ দ্বারা তৈরি সেটাও জানা দরকার। কেননা পোশাকটি আরামদায়ক কিনা এবং টেকসই কী রকম হবে তা আঁশের ধরনের উপর নির্ভরশীল হয়ে থাকে। এছাড়াও পোশাক কিভাবে পরিচর্যা করতে হবে তা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হল ব্যবহারকারী পোশাকটি কিভাবে পরিষ্কার করবে, কিভাবে ইস্ত্রি করবে এবং কিভাবে শুকাবে সেটাও জানা একান্ত প্রয়োজন।
তাছাড়া পোশাক সঠিকভাবে পরিচর্যা না করলে ক্ষতির সম্ভবনা থাকে। অপরদিকে পোশাকটি কোন দেশের তৈরি তা জানা না থাকলে ক্রেতা সহজে পোশাক ক্রয় করতে চায় না। আবার কোম্পানির নাম ও ট্রেড নাম পোশাক বিক্রয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আন্তর্জাতিক বাজারে পোশাকের রপ্তানি করতে গেলে অব্যশই লেবেল সংযোজন করতে হবে।
সংগ্রহীত