HIGG Index

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

The Higg Index is an apparel and footwear industry self-assessment standard for assessing environmental and social sustainability throughout the supply chain. Launched in 2012, it was developed by the Sustainable Apparel Coalition, a nonprofit organization founded by a group of fashion companies, the United States government Environmental Protection Agency, and other nonprofit entities.

HIGG measures 02 types assessment ( Social – FSLM and environmental accountability- FEM) as below:

  • Higg Brand & Retail Module (Higg BRM)

Higg এর উৎপত্তি : ২০০৯ সালে পেন্টাগোনিয়া এবং ওয়ালমার্ট প্রথম উপলব্ধি করতে থাকলো যে, ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে কোন কিছু করতে পারলেই সেই উন্নয়ন হয় দীর্ঘস্থায়ী এবং টেকসই। যাতে কোন পাশ বা ফেল থাকবে না। অডিট হলে সবার একটা ধারণা থাকে এটা পাশ বা ফেল, কিন্ত Higg হবে এমন একটা প্লাটফর্ম যেখানে থাকবে নিজ বাস্তব অবস্থা এবং এই অবস্থা হতে ক্রমান্নয়ে উন্নয়ন ঘটাবে এবং সাসটেনিবিলিটির ধারাবাহিক চর্চা করবে। দুইটি ব্যান্ড প্রথমে তার উপলব্ধি অন্যান্যদের মধ্যে আলোচনার করে যার মাধ্যমে অন্য সকল ব্যান্ড একসাথে সংঘটিত হয়ে SAC (Sustainable Apparel Coalition ) তৈরী করেন এবং যাত্রা শুরু করেন। ইতিমধ্যে ২০০ এর অধিক ব্যান্ড, রিটেইলার,ম্যানুফেকচারার এবং NGO , Governmentও এর সাথে জড়িত আছেন। SAC এর ভিশন হচ্ছে Apparel, Footwear এবং Textile হতে অপ্রয়োজনীয় বা পরিবেশের ক্ষতি করে এমন উপাদানসমূহ কমানো, যার সাথে মানুষ এবং জীবের সম্পর্ক রয়েছে। (Collected)

Higg এর নামের ইতিহাস : ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত একটা কোয়ালেশন তৈরী হয় এবং প্রথম Higg index 1.0 guideline তৈরী করেন। কিন্তু এটার নামকরন নিয়ে SAC এর Executive Director Mr. Jason Kibbey চিন্তিত ছিলেন। ২০১২ সালে Dr. Peter Ware Higg এক অসামান্য কৃতিত্বের জন্যে পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কৃত হবেন বলে শোনা যাচ্ছিল, যিনি ভাসমান উপাদান কনাকে পূর্ণরুপ সূত্রের ব্যাখ্যা প্রধান করেন। এই ঘটনায় উদ্বুদ্ধ হয়ে Mr. Jason Kibbey এর নামকরন করেন Higg এবং Index যোগ করেন যাকে তিনি এক মাত্রা বা Score হিসাবে ব্যাখ্যা করেন। তারপর থেকে ইহা Higg index নামে পরিচিত হয়। দুইটি ভাগে পুরো Higg index কে ব্যাখ্যা করা হয়, যার জন্য দুইটি মডিউল তৈরী করা হয়। একটি হচ্ছে ফেসিলিটি এনভারমেন্ট মডিউল এবং অন্যটি হচ্ছে ফেসিলিটি সোস্যাল মডিউল। (Collected)

One thought on “HIGG Index

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get 30% off your first purchase

X
error: Content is protected !!