Final Settlement বা চূড়ান্ত নিষ্পত্তিকরন: একজন শ্রমিককে চাকুরীর হতে লে-অফকৃত কারনে , মৃত্যুজনিত , ছাঁটাই, ডিসচার্জ, অপসারন, বরখাস্ত ,পদত্যাগ, অবসর অথবা অন্য যে ভাবেই চাকুরী হইতে বিচ্ছিন্ন করা হউক না কেন, কোম্পানী শ্রম আইন অনুযায়ী শ্রমিকের পাওনাদি (যেমন: অর্জিত ছুটি ইত্যাদি )পরিশোধ করার প্রক্রিয়াকেই Final Settlement বা চূড়ান্ত নিষ্পত্তিকরন বলে।
ব্যাক্তিগতভাবে আমি কোন calculation, manually করতে পছন্দ করিনা। Excel format এ automatic calculation আকারে করতে পছন্দ করি যাতে আমার সময় নষ্ট না হয় এবং হিসাবগুলো নির্ভুল হয়। নিম্মে শ্রমিককে চাকুরীর হতে ছাঁটাই, ডিসচার্জ, অপসারন, বরখাস্ত ,পদত্যাগ, অবসর এর পাওনাধি ইত্যাদিগুলোর জন্য কিভাবে হিসাব করা হয় তা Excel format এ automatic calculation আকারে প্রত্যেকটির জন্য ০২ টি ( Sample এবং blank) format গুলো দেওয়া হলো।
.
.
মূল Menu (HR-Human Resource ) এ ফিরে যেতে