Cutting Department

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Production যাবার সর্বপ্রথম ধাপ হল কাটিং। 


ক্যাড এন্ড প্যাটার্ন বা স্যাম্পল ডিপার্টমেন্ট  থেকে প্যাটার্ন পাওয়ার পর কাটিং বিভাগ থেকে ফেব্রিক স্টোর থেকে প্রয়োজনীয়  Fabric এর জন্য Requisition দিয়ে তা সংগ্রহ করা। তারপর কাটিং টেবিলে Spreading Area তে বিছাতে (lay) হয়। 


তারপর Quality কতৃক Check সঠিক হলে প্যাটার্ন অনুযায়ী লে-কৃত fabric অত্যন্ত সতর্কতার সহিত কাটা হয়। কাটার পর Quality কতৃক Check সঠিক হলে একই  ধরনের  ইনপুট গুলো  বান্ডেল করা হয়।বান্ডেলের উপরে বিস্তারিত একটি বান্ডেল কার্ড লাগানো হয়। এক একটি বান্ডেলে কি পরিমান ইনপুট পিস থাকবে তা পূর্বে নির্ধারিত থাকবে এবং তা উক্ত বান্ডেল কার্ডে উল্লেখ থাকে।তারপর উক্ত বান্ডেলগুলো Numbering করা হয়।numbering করার পর প্রয়োজন বোধে কিছু Fusing Machine এ Fusing করা হয়।  তারপর Input Rack এ Sewing এর জন্য জমা রাখা হয় যাকে WIP ( Work Input)  বলে।

Get 30% off your first purchase

X
error: Content is protected !!