Sewing Department এ work process এক থাকেনা কারন Sewing work process নির্ভর করে garments body এর assembly point বা কত ধরনের process রয়েছে তার উপর। সাধারনত আমারা যারা HR Department এ চাকুরী করি তাদের প্রতিনিয়ত শ্রমিকদের কাজের গাফলতি বা TARGET এর তুলনায় কম production করা ইত্যাদি বিষয়ে Counseling করতে হয়।
সেক্ষেত্রে একজন HR হিসেবে আমাদেরকেও Machine , উক্ত Machine এ কোন process করা হয় ইত্যাদি টুকিটাকি জানতে হয়। তার ধারাবাহিকতায় আমি Sewing এর কাজের process সম্পর্কে ধারনা নিতে practically Study করি এবং তা নিম্মে দেওয়া হল।
নিম্মোক্ত ফাইলাটিতে (Work process of Sewing line) কোন process এর পর কোন process এর কাজ করা হয় তার একটি Sample করা দেওয়া হয়েছে । যা আাম নিজেই Practically Study করে করেছি এবং এক নজরে একটি ধারনা নিতে নিচে চিত্র আকারে ও দেওয়া হল। তবে style ভেদে Sewing কাজের process ও বিভিন্ন হয়।