Note : গ্রেড অনুযায়ী নিম্মোক্ত তফসীলগুলোর মজুরীর হার সারাংশ আকারে একসাথে দেখতে ক্লিক করুন
তফসীল ০২ টি অংশে বিভক্ত যথা:-
তফসীল -ক : এ তফসীলটি সাধারনত শ্রমিক লেভেলের জন্য ধরা হয়।
তফসীল- খ : এ তফসীলটি সাধারনত স্ট্যাফ লেভেলের জন্য ধরা হয়।
১। শ্রমিকদের জন্য নিম্মতম মজুরীর হার , ২০১৯ (তফসীল -ক)
২। শ্রমিকদের জন্য নিম্মতম মজুরীর হার , ২০১৮ ( তফসীল- খ)
৩। তফসীল-ক ও তফসীল-খ এর জন্য শর্তাবলী
৪। তফসীল-ক এবং তফসীল-খ অনুযায়ী নিম্মতম মজুরীর সারাংশ