উত্তরঃ বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ (সংশোধন) আইন, ২০১০ এর ধারা তফসীল – ০১ অনুযায়ী , পরিবেশের উপর প্রভাব বিস্তার ও অবস্থান অনুযায়ী বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের শ্রেনীবিভাগ;
ক – সবুজ শ্রেনী
১। টিভি, রেডিও ইতাদি সংযোজন ও প্রস্তুত।
২। প্রি ও সংযোজন
৩। টেলিফোন সংযোজন।
৪। খেলনা প্রস্তুত ও সংযোজন (প্লাষ্টিক জাতীয় বাে
৫। বই বাঁধাই।
৬। দড়ি, মাদুর ও পাটি (সূতী, পাট ও কৃত্রিম তন্ত্রজাত)
৭। ফটোগ্রাফি (চলচ্চিত্র ও এক্সরে বাদে)।
৮। কৃত্রিম চামড়াজাত সামগ্রী প্রস্তুত।
৯। মোটর সাইকেল, বাইসাইকেল ও খেলনা সাইকেল সংযো
১০। বৈজ্ঞানিক ও গণিত যন্ত্রপাতি সংযোজন (তৈরী বাদে)।
১১। বাদ্যযন্ত্র
১২। খেলাধুলার সামগ্ৰী (প্রান্তিক জাতীয় বাদে)।
১৩ চা প্যাকিং (প্রসেসিং বাদে)।
১৪। গুড়ো দুধ রি-প্যাকিং (তৈরী বাদে)।
১৫। বাঁশ ও বেত
১৬। মিলাষ্টিক বাদে)।
১৭ কলম ও বলপেন।
১৮। স্বর্ণা(লংকার তৈরী বাদে) (শুধু দোকান)
১৯। মোমবাতি,
২০। ডাক্তারি ও শন্য যন্ত্রপাতি (তৈরী বাদে)
২১। কর্ক সামগ্রী প্রস্তুতকারী কারখানা (ধাত্তর জাতীয় পানে।
২২ (ওয়াসিং বাদে)। টাম্যান ফিলিং স্টেশন
২৪। সৌর বিদ্যুৎ কেন্দ্র (উৎপাদন ক্ষমতা ৫০ কিলোওয়াট হইতে ১ মেগাওয়াট পর্যন্ত)
২৫। হিমাগারা।
২৬। জৈব সার (Bio Fertilizer)
২৮। এলপিজি বোটলিং প্ল্যান্ট।
পাদটীকা :
পরিবেশ আইন সংকলন
এ তালিকার বাহিরে সকল শিল্পখাতভূক্ত কুটিরশিল্প পরিবেশগত ছাড়পত্রের চাহিদার বাহিরে থাকিবে। (কুটিরশিল্প বলিতে পরিবারের সদস্যদের দ্বারা পূর্ণ বা খন্ডকালীন সময়ে উৎপাদন অথবা সেবামূলক কর্মকান্ডে নিয়োজিত এবং সর্বোচ্চ ৫ (পাঁচ) লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ সীমাবদ্ধ শিল্পসমূহ বুঝাইবে)।
(খ) বর্তমান তালিকাভূক্ত কোন শিল্প প্রতিষ্ঠানই আবাসিক এলাকায় অবস্থিত হইতে পারিবে না।
(গ) শিল্প প্রতিষ্ঠানসমূহের অবস্থান যথাসম্ভব ঘোষিত শিল্প এলাকায় বা শিল্প সমৃদ্ধ এলাকার অথবা যথাসম্ভব ফাঁকা জায়গায় হওয়া বাঞ্ছনীয়।
(ঘ) বাণিজ্যিক এলাকায় অগ্রহণযোগ্য মাত্রার শব্দ, ধোঁয়া, দুর্গন্ধ সৃষ্টি সম্ভাবনাময় শিল্প প্রতিষ্ঠানের অবস্থান গ্রহণযোগ্য নাহে।
.
(খ) কমলা ক- শ্ৰেণী
১। গো-খামার শহরা ১০ (দশ) টি বা এ নীচে এবং ২৫টি বা এর নীচে।
২। পোলটি (মুরগীর সংখ্যা শহরে ২৫০ পর্যন্ত এবং গ্রামে ১০০০ পর্যন্ত)।
৩। আটা, চাল, মনুন-মরিচ ভাঙ্গানো, ডাল পেষা/ভাঙ্গানো (২০ অশ্বশক্তি পর্যন্ত)।
৪ । বুনন এবং হস্ত চালিত তাঁত।
৫। জুতা ও চামড়াজাত সামগ্রী প্রস্তুত (৫ লক্ষ টাকা মূলধন পর্যন্ত)।
৬। করাত কল/কাঠ চেরাই।
৭। কাঠ/লোহা, এ্যালুমিনিয়াম ইত্যাদির আসবাবপত্র (৫ লক্ষ টাকা মূলধন পর্যন্ত)
৮। ছাপাখানা।
৯। প্লাষ্টিক ও রাবার সামগ্রী (পিভিসি বাদে)।
১০। রেস্টুরেন্ট।
১১। কার্টুন/বক্স প্রস্তুত/প্রিন্টিং প্যাকেজিং ।
১২। সিনেমা হল।
১৩। ড্রাইক্লিনিং।
১৪। করিম চামড়াজাত সামগ্রী প্রস্তুত (৫ লক্ষ টাকা মূলধন পর্যন্ত)।
১৫। খেলাধুলার সামগ্রী।
১৬। লবন প্রস্তুত (১০ লক্ষ টাকা মূলধন পর্যন্ত)
১৭। কৃষি যন্ত্রপাতি ও সরঞ্জাম।
১৮। শিল্প যন্ত্রপাতি ও সরঞ্জাম।
১৯। স্বর্ণলংকার প্রস্তুত।
২০। আলপিন, ইউপিন
২১। চশমার ফ্রেম।
২২। চিরুনী
২৩। কাঁসা পিতলের তৈজসপত্র, সুভ্যেনির প্রস্তুত।
২৪। বিস্কুট ও রুটি প্রস্তুতের কারখানা (৫ লক্ষ টাকা মূলধন পর্যন্ত)
২৫। চকলেট ও লজেন্স প্রস্তুতের কারখানা (৫ লক্ষ টাকা মূলধন পর্যন্ত)
২৬। কাঠের মৌখান তৈরী
২৭। আবাসিক ও বাণিজ্যিক ভবনে জেনারেটর স্থাপন (১০০ কেভিএ বা তদোর্ধ)
২৮। এলপিজি সিলিন্ডার তৈরী
(গ) কমলা খ- শ্রেণী
১। পিভিসি সামগ্রী
২। কৃত্রিম তন্তু (কাঁচামাল)
৩। গ্লাস ফ্যাক্টরী।
৪। জীবন রক্ষাকারী ঔষধ (শুধু ফর্মুলেশনের বেলায় প্রযোজ্য)।
৫। ভোজ্য তৈল।
৬। আলকাতরা।
৭। পাট কল।
৮। হোটেল, বহুতল বিশিষ্ট বাণিজ্যিক ও এ্যাপার্টমেন্ট ভবন ।
৯। ঢালাই।
১০। এ্যালুমিনিয়াম সামগ্রী।
১১। আঠা (এ্যানিমেল গ্লু বাদে)।
১২। ইট/টাইলস
১৩। চুন।
১৪। প্লাষ্টিক সামগ্রী।
১৫। বোতলজাত, খাবার পানি, কোমল কার্বনেটেড পানীয় প্রস্তুত ও বোতলজাত
১৬। গ্যালভানাজিং ।
১৭। সুগন্ধী, প্রসাধনী।
১৮। ময়দা (বড়) ।
১৯। কার্বন রড।
২০। পাথর গুড়ো, কাটা, ঘষা
২১। মাছ, মাংস, খাদ্য প্রক্রিয়াজাতকরণ।
২২। ছাপার ও লেখার কালি ।
২৩। পশু খাদ্য ।
২৪। আইসক্রিম।
২৫ । ক্লিনিক ও প্যাথলজিক্যাল ল্যাব।
২৬। মাটি, চীনে মাটির তৈজসপত্র/স্যানিটারী ওয়ার (সিরামিকস্)।
২৭। চিংড়ি প্রক্রিয়াকরণ
২৮। পানি পরিশোধন প্লান্ট।
২৯। ধাতব, বাসন কোষণ/চামচ ইত্যাদি
৩০। সোডিয়াম সিলিকেট।
৩১। দিয়াশলাই।
৩২। স্টার্চ ও গ্লুকোজ ।
৩৩। গবাদি পশুর খাদ্য ।
৩৪। স্বয়ংক্রিয় চালকল ।
৩৫। মোটরযান সংযোজন।
৩৬। কাঠের নৌযান তৈরী।
৩৭। ফটোগ্রাফি (চলচ্চিত্র ও এক্সরে ফিল্ম তৈরী সংক্রান্ত কর্মকান্ড)।
৩৮। চা প্রসেসিং।
৩৯। গুড়ো দুধ তৈরীকরণ/কনডেন্সড মিল্ক/ ডেইরী
৪০। রি-রোলিং।
৪১। কাঠ প্রক্রিয়াকরণ।
৪২। সাবান।
৪৩। রেফ্রিজারেটর মেরামত।
৪৪ । ধাতব নৌযান মেরামত।
৪৫। ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস (১০ লক্ষ টাকা মূলধন পর্যন্ত)।
৪৬। সূতা প্রস্তুত (স্পিনিং মিল) ৪৭। বৈদ্যুতিক কেবল।
৪৮। [***]
৪৯। টায়ার রিট্রেডিং।
৫০। মোটরযান মেরামত ওয়ার্কস (১০ লক্ষ টাকা মূলধন পর্যন্ত)।
৫১। গো-খামার ও শহরাঞ্চলে ১০ (দশ) টির ঊর্ধ্বে এবং গ্রামাঞ্চলে ২৫ (পঁচিশ) টির উর্ধ্বে।
৫২। পোলট্রি (মুরগীর সংখ্যা শহরে ২৫০ (দুইশত পঞ্চাশ) টির এবং গ্রামাঞ্চলে ১০০০ (এক হাজার) টির উর্দ্ধে ।
৫৩। আটা, চাল, হলুদ-মরিচ ভাঙ্গানো, ডালপেষা/ভাঙ্গানো ২০ অশ্বশক্তির উর্ধ্বে।
৫৪। জুতা ও চামড়াজাত সামগ্রী প্রস্তুত, ৫ (পাঁচ) লক্ষ টাকা মূলধনের উর্ধ্বে।
৫৫। কাঠ/ লোহা, এ্যালুমিনিয়াম ইত্যাদির আসবাবপত্র, ৫ (পাঁচ) লক্ষ টাকা মূলধনের উর্ধ্বে। ৫৬। কৃত্রিম চামড়াজাত সামগ্রী প্রস্তুত, ৫ (পাঁচ) লক্ষ টাকা মূলধনের ঊর্ধ্বে।
৫৭। লবন প্রস্তুত, ১০ (দশ) লক্ষ টাকা মূলধনের ঊর্ধ্বে। ৫৮। বিস্কুট ও রুটি প্রস্তুতের কারখানা, ৫ (পাঁচ) লক্ষ টাকা মূলধন উর্ধ্বে।
৫৯। চকলেট ও লজেন্স প্রস্তুতের কারখানা, ৫ (পাঁচ) লক্ষ টাকা মূলধন উর্ধ্বে।
৬০। [***]
৬১। বস্ত্র ওয়াশিং।
৬২। শক্তিচালিত তাঁত।
৬৩। রাস্তা নির্মাণ/পুনঃনির্মাণ/সম্প্রসারণ (ফিডার রোড, স্থানীয় রাস্তা)।
৬৪। সেতু নির্মাণ/পুনঃনির্মাণ/সম্প্রসারণ (দৈর্ঘ্য ১০০ মিটারের নিচে)।
৬৫। গণশৌচাগার।
৬৬। জাহাজ ভাঙ্গা।
৬৭। জিআই ওয়্যার।
৬৮। ব্যাটারী সংযোজন ।
৬৯। ডেইরী এন্ড ফুড
৭০। সৌর বিদ্যুৎ কেন্দ্র (উৎপাদন ক্ষমতা ১ মেগাওয়াটের ঊর্ধ্বে)। ৭১। বিদ্যুৎ সঞ্চালন লাইন (৫০ কিলোমিটারের উর্ধ্বে)
পাদটীকা :
(ক) তালিকাভুক্ত কোন শিল্প প্রতিষ্ঠানই আবাসিক এলাকায় স্থাপন করা যাইবে না।
(খ) শিল্প প্রতিষ্ঠানসমূহের অবস্থান যথাসম্ভব ঘোষিত শিল্প এলাকায় বা শিল্পসমৃদ্ধ এলাকায় বা যথাসম্ভব ফাঁকা জায়গায় হওয়া বাঞ্ছনীয়।। (গ) বাণিজ্যিক এলাকায় মানমাত্রা বহির্ভূত শব্দ, ধোয়া, দুর্গন্ধ সৃষ্টির সম্ভাবনাময় শিল্প প্রতিষ্ঠানের অবস্থান গ্রহণযোগ্য নহে।
(ঘ) লাল শ্ৰেণী
১। চামড়া প্রক্রিয়াকরণ (ট্যানারী)।
২। ফরমালডিহাইড।
৩। ইউরিয়া সার ।
8 টি এস পি সার।
৫। রাসায়নিক রং, পালিশ, ভার্নিশ, এনামেল।
৬। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র।
৭। সব খনিজ প্রকল্প কয়লা, চুনাপাথর, কঠিন শিলা, প্রাকৃতিক গ্যাস, খনিজ তৈল ইত্যাদি)।
৮। সিমেন্ট।
৯। জ্বালানী তেল পরিশোধনাগার।
১০। কৃত্রিম রাবার ।
১১। কাগজ ও মন্ড।
১২ চিনি ।
১৩ ডিষ্টিলারী।
১৪ কাপড় রং ও রাসায়নিক প্রক্রিয়াকরণ।
১৫। কষ্টিক সোডা, পটাশ।
১৬। অন্যান্য ক্ষার।
১৭ লোহা ও ইস্পাত প্রস্তুত।
১৮। ঔষুধের কাঁচামাল ও মৌলিক ঔষধ
১৯। ইলেকট্রোপ্লেটিং।
২০। ফটোফিলাস, কাগজ ও ফটো রাসায়নিক।
২১ পেট্রোলিয়াম ও কয়লা থেকে বিভিন্ন সামগ্রী প্রস্তুত।
২২ বিস্ফোরক।
২৩ এসিড এবং ইহাদের লবণ (জৈব ও অজৈব)।
২৪ নাইট্রোজেন যৌগ (সায়ানাইড, সায়ানামাইড ইত্যাদি)। প্লাষ্টিক কাঁচামাল উৎপাদন (পিভিসি, পিপি/লৌহ, পলিস্টারিণ ইত্যাদি
২৬ এ্যাসবেসটস।
২৭ ফাইবার গ্লাস।
২৮ কীটনাশক, ছত্রাক নাশক, আগাছা নাশক।
২৯ ফসফরাস ও এর যৌগ।
৩০ ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং ইহাদের যৌগ।
৩১ শিল্প (নাইট্রোজেন, অক্সিজেন ও কার্বন-ডাই-অক্সাইড বাদে)।
৩২ বর্জ্য ইনসিনারেটর
৩৩ অন্যান্য রাসায়নিক
৩৪ সমরাস্ত্র।
৩৫ পারমানবিক শক্তি ।
৩৬ । মদ
৩৭ । অন্যত্র উল্লেখিত নয় এমন অধাতব রাসায়নিক
৩৮। অন্যত্র উল্লেখিত নয় এমন ধাতব ।
৩৯। শিল্প নগরী ।
৪০ মৌলিক শিল্প রাসায়নিক
৪১ লোহা সম্পর্কিত নয় এমন মৌলিক ধাতব ।
৪২ ডিটারজেন্ট।
৪৩ শিল্প/গৃহস্থলী/বাণিজ্যিক বর্জ্য দ্বারা মাটি ভরাট।
৪৪ পয়ঃ বর্জ্য পরিশোধন প্লান্ট।
৪৫ ।জীবন রক্ষাকারী ঔষধ।
৪৬। এ্যানিমেল গ্লাস।
৪৭। ইঁদুরনাশক।
৪৮। রিফ্যাক্টরিজ।
৪৯। শিল্প গ্যাস (অক্সিজেন, নাইট্রোজেন ও কার্বন-ডাই-অক্সাইড)।
৫০। ব্যাটারী।
৫১। হাসপাতাল।
৫২ জাহাজ নির্মাণ।
৫৩। তামাক (প্রক্রিয়াজাতকরণ/সিগারেট/বিড়ি প্রস্তুত) ।
৫৪। ধাতব নৌযান তৈরী।
৫৫ । কাঠের নৌযান তৈরী।
৫৬। রেফ্রিজারেটর/এয়ারকন্ডিশনার/এয়ারকুলার প্রস্তুত।
৫৭। টায়ার ও টিউব
৫৮। বোর্ড মিল
৫৯। কার্পেট।
৬০। ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস: ১০ (দশ) লক্ষ টাকা মূলধনের উর্ধ্বে।
৬১। মোটরযান মেরামত ওয়ার্কস : ১০ (দশ) লক্ষ টাকা মূলধনের উর্ধ্বে।
৬২। পানির পরিশোধন প্লান্ট ।
৬৩। সূয়ারেজ পাইপলাইন স্থাপন/প্রতিস্থাপন/সম্প্রসারণ।
৬৪। পানি, বিদ্যুৎ ও গ্যাস বিতরণ লাইন স্থাপন/প্রতিস্থাপন/সম্প্রসারণ।
৬৫। খনিজ সম্পদের অনুসন্ধাণ/উত্তোলন/বিতরণ।
৬৬। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, পোল্ডার, ডাইক ইত্যাদি নির্মাণ/পুনঃনির্মাণ/সম্প্রসারণ
৬৭। রাস্তা নির্মাণ/পুনঃনির্মাণ/সম্প্রসারণ (আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক)।
৬৮। সেতু নির্মাণ/পুনঃনির্মাণ/সম্প্রসারণ (দৈর্ঘ্য ১০০ মিটার বা তদুর্ধ্বে) ।
৬৯। মিউরেট অব পটাশ (ম্যানুফ্যাকচারিং)
৭0 । কেন্দ্রীয় শিল্প বর্জ্য পরিশোধনাগার (CETP)
৭১। এনএলজি টার্মিনাল/পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট।
৭২। তেল ও গ্যাস সেপারেশন প্রক্রিয়াজাতকরণ/রিফাইনারিসহ হ্যান্ডিলিং ও স্টোরেজ ফ্যাসিলিটি নির্মাণ
পাদটীকা :
(ক) তালিকাভূক্ত কোন শিল্প প্রতিষ্ঠানই আবাসিক এলাকায় স্থাপিত হইতে পারিবে না।
(খ) শিল্প প্রতিষ্ঠানসমূহের অবস্থান যথাসম্ভব ঘোষিত শিল্প এলাকায় বা শিল্প সমৃদ্ধ এলাকায় অথবা যথাসম্ভব ফাঁকা জায়গায় হওয়া বাঞ্ছনীয় ।
(গ) বাণিজ্যিক এলাকায় মানমাত্রার বহির্ভূত শব্দ, ধোঁয়া, দুর্গন্ধ সৃষ্টির সম্ভাবনাময় শিল্প প্রতিষ্ঠানের অবস্থান গ্রহণযোগ্য নহে।
(ঘ) প্রাথমিক পরিবেশগত সমীক্ষা (আই ই ই) এর উপর ভিত্তি করিয়া অবস্থানগত ছাড়পত্র গ্রহণের পর, অনুমোদিত কার্যপরিধি মোতাবেক পরবর্তীতে নির্ধারিত সময়ে পরিবেশগত প্রভাব নিরুপণ (ই আই এ) প্রতিবেদন, ই টি পির নকশাসহ সময়সূচী পেশ করিতে হইবে।
.
.
পরিবেশ আইন , বিধি বা সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন ও উত্তরসমূহ – Menu তে ফিরে যেতে ক্লিক করুন
পরিবেশ আইন ও বিধি এবং যাবতীয় মুল – Menu তে ফিরে যেতে ক্লিক করুন
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ (সংশোধন) আইন, ২০১০
বায়ুদূষন বিধি নিয়ন্ত্রন নীতিমালা ২০২২