উত্তরঃ
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ আইনের ধারা ১২ এর সংশোধনী বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ (সংশোধন) আইন, ২০১০ এর ০৬ নং বলা হয়েছে ;
(০১) মহা-পরিচালকের নিকট হইতে বিধি দ্বারা পদ্ধদিতে, পরিবেশগত ছাড়পত্র ব্যাতীরকে কোন এলাকায় কোন শিল্প প্রতিষ্ঠান স্থাপন বা প্রকল্প গ্রহন করা যাইবে না ।
২) এই আইন কার্যকর হইবার অব্যবহিত পূর্বে স্থাপিত শিল্প প্রতিষ্ঠান বা গৃহীত প্রকল্পের ক্ষেত্রে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ (সংশোধন) আইন, ২০১০ কার্যকরের পর অবিলম্বে পরিবেশগত ছাড়পত্র গ্রহণ করিতে হইবে।
(৩) কোন শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্প সম্প্রসারণের ক্ষেত্রে বিধি ধারা নির্ধারিত পদ্ধতিতে পরিবেশগত ছাড়পত্র গ্রহণ করিতে হইবে।
(8) পরিবেশত ছাড়পর বিষয়ে প্রণীত বিধিমালতে অন্যান্য বিষয়ে সহিত পরিবেশগত প্রভাব নিরুপণ প্রতিবেদন,পরিবেশগত ব্যবস্থাপনা পরিকল্পন প্রনয়ন, জনমত যাচাই, এই সকল বিষয়ে জনগণের তথ্য প্রাপ্রতা, ছাড়পত্র প্রদনকারী কমিটির গঠন ও কর্মপদ্ধতি, ছাড়পত্রের নূন্যতম আবশ্যয়কীয় শর্তাবলী , আপীল ইতাদি বিষয়ে বিস্তারিতভাবে উল্লেখ থাকিবে।
(৫) অধিদপ্তর পরিবেশগত ছাড়পত্র প্রদানের জন্য শিল্প প্রতিষ্ঠান ও প্রকল্পের তালিকা প্রতি বছর ৩১ শে মার্চ তারিখের মধ্যে পূর্ববর্তী বৎসরের তালিকা হালনাগাদ করিবে এবং বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান ও প্রকল্পের পরিবেশগত প্রভাব নিরূপন প্রতিবেদন বা পরিবেশগত ব্যাবস্থাপনা পরিকল্পনা প্রণয়নে সংশ্লিষ্ট ব্যাক্তি বা সংস্থার নূন্যতম যোগ্যতা ও দায়িত্ব নির্ধারন করিবে ও এই সংক্রান্ত তালিকা প্রস্তুত , অনুমোদন এবং হালনাগাদ করিবে।
.
.
পরিবেশ আইন , বিধি বা সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন ও উত্তরসমূহ – Menu তে ফিরে যেতে ক্লিক করুন
পরিবেশ আইন ও বিধি এবং যাবতীয় মুল – Menu তে ফিরে যেতে ক্লিক করুন
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ (সংশোধন) আইন, ২০১০
বায়ুদূষন বিধি নিয়ন্ত্রন নীতিমালা ২০২২