আগুন কি?
দাহ্যবস্তু, অক্সিজেন এবং পরিমিত তাপ ও বিক্রিয়ার ফলে যে প্রজ্জলন নীতির সৃষ্টি হয় তাকে আগুন বলে।
আগুন কত প্রকার ?
আগুন ০৪ প্রকার যথাঃ ১. কঠিন পদার্থের আগুন।২.তরল পদার্থের আগুন। ৩.গ্যাসের আগুন। ৪. মেটাল বা ধাতব পদার্থের আগুন।
আগুন নিভানোর পদ্ধতি কত প্রকার ?
আগুন নিভানোর পদ্ধতি ও চার প্রকার যথাঃ ১.সরিয়ে নেয়া পদ্ধতি। ২.ঠান্ডাকরণ পদ্ধতি। ৩.চাপা দেয়া পদ্ধতি। ৪.বিষ প্রয়োগে আগুন নিভানো পদ্ধতি।
অগ্নিকান্ডের কারন সমূহ কি?
অসতর্কতাপর্যাপ্ত প্রশিক্ষণ এবং অনুশীলনের অভাব।সিগারেটের আগুন।অদক্ষ কর্মী ।ভবনের ছাদ উন্মুক্ত না রাখা।ধোয়া থেকে কিভাবে বের হবে সে বিষায়ে জ্ঞান না থাকা।দূঘর্টনার সময় অপ্লতে আতংকিত হওয়া।
আগুন লাগলে করনীয় কি?
সব সময় সতর্ক থাকা।বহির্গমন পথ সবসময় খোলা রাখা।সকল কমক্ষেত্র পরিচ্ছিন্ন রাখা।নিয়মিত ট্রেনিং / প্রশিক্ষণের মাধ্যমে সবাইকে আগুন সম্পর্কে অবহিত করা।
.
Collected
and diaspores.高級 ラブドールMany birds and mammals,
and 59 of baby boomers regularly gift money to their adult children,a trend that speaks more to a myriad of economic trends unrelated to parenting.ラブドール エロ