প্রশ্নঃ একজন দক্ষ বয়লার চালকের কি কি বিষয় জানা থাকা দরকার ?

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বয়লার নিরাপত্তার জন্য এই নির্দেশাবলী বড় করে প্রিন্ট করে বয়লার সেকশনে টানিয়ে দিতে হবে।

১। গ্যাসের চাপ এবং বিদ্যুৎ সরবরাহ লাইনঠিকমত কাজ করছে কি না চেক করা।

২। বয়লার চালু করার পূর্বে Fed Tank এর পানিSoft আছে কি না তা পরীক্ষা করা। কোনঅবস্থাতেই হার্ডনেস যুক্ত পানি ব্যবহারকরা যাবে না।

৩। বয়লারের বাতাস আছে কি না থাকলেব্লোয়ার দিয়ে বের করে নিতে হবে। EarCap / Header এর Cap খুলে ।

৪। পর্যাপ্ত পরিমান ষ্ট্রিম হলে খরহব LineOn করতে হবে।

৫। পানি এবং গ্যাস যথাযথ আছে কি নাপ্রতিনিয়ত চেক করতে হবে।

৬। বয়লারের ষ্ট্রিম যথাযথ পরিমাণ আছেকি না তা পরীক্ষা করতে হবে।

৭। Fire Flame যথাযথ আছে কি না তাপ্রতিনিয়ত পর্যবেক্ষণ করতে হবে।

৮। প্রতি আট ঘন্টা পরপর পানির হার্ডনেস(০-৫) পি.এইচ (৭-১১) এবং Fed Tank এর Temp(৬০-৭০) ডিগ্রী রাখতে হবে।

৯। অস্বাভাবিক শব্দ যদি পরিলক্ষিত হয়তাহলে তার উৎস খুঁজে বের করা এবংপ্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।১

০। বয়লারের সকল সেফটি ভাল্ব প্রতিমাসে একবার পরীক্ষা করতে হবে।

১১। ওয়াটার লেভেল কন্ট্রোলার ৩০ দিনেপরীক্ষা প্রয়োজনে খুলে পরিষ্কার করা।

১২। সেকোয়েন্স কন্ট্রোলার পরীক্ষা করাএবং প্রয়োজন অনুসারে সার্ভিসিং করা।

১৩। সেফটি সার্কিট পরীক্ষা করা এবংপ্রয়োজন অনুযায়ী সার্ভিসিং করা।

১৪। গ্যাস সলেনয়েড ভাল্ব পরীক্ষা করাএবং প্রয়োজন অনুযায়ী সার্ভিসিং করা।

১৫। বয়লারের অভ্যন্তরে স্কেলের পরিমাণপরীক্ষা করা এবং স্কেল পরিলক্ষিত হলেজরুরী ভিত্তিতে তা পরিষ্কার করা ।

১৬। বয়লারের পানি সফট আছে কিনা তাপরীক্ষা করা এবং ১৫ পি.এস. আই থাকাঅবস্থায় ফ্লো ডাউন করা।

১৭। প্রতি ৬ মাস অন্তর Fire Tube Firechampers, Compressor পরিষ্কার করতে হবে।

.

.

বয়লার সংক্রান্ত প্রশ্ন ও উত্তর Menu – তে ফিরে যেতে ক্লিক করুন

মূল Menu (বয়লার কি এবং বৃত্তান্ত) তে ফিরে যেতে ক্লিক করুন

মূল Menu (Maintenance & electrical) তে ফিরে যেতে ক্লিক করুন

2 thoughts on “প্রশ্নঃ একজন দক্ষ বয়লার চালকের কি কি বিষয় জানা থাকা দরকার ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get 30% off your first purchase

X
error: Content is protected !!