নিম্মোক্ত আর্টিকেলটি legalvoicebd.com থেকে সংগ্রহ করা হয়েছে।
মেমোরেন্ডাম অব এসোসিয়েশনঃ মেমোরেন্ডাম অব এসোসিয়েশন হলো একটি কোম্পানীর প্রাণ বা সংবিধান। আদালতের অনুমতি ছাড়া কোন মেমোরেন্ডাম অব এসোসিয়েশন পরিবর্তন করা যায় না। সাধারণত কোম্পানীর লক্ষ্য ও উদ্দেশ্য, কোম্পানীর নাম, অফিসের ঠিকানা ইত্যাদি বিষয়গুলো কোম্পানীর মেমোরেন্ডাম অব এসোসিয়েশনে লিপিবদ্ধ থাকে।
আর্টিকেল অব এসোসিয়েশনঃ কোম্পানী পরিচালিত হয়ে থাকে আর্টিকেল অব এসোসিয়েশন এর মাধ্যমে। কোম্পানী কিভাবে কখন থেকে শুরু হবে, কোম্পানীর মুলধন কত হবে, শেয়ার কিভাবে হস্তান্তর করা যাবে, ঋণ কিভাবে নেয়া হবে, চেয়ারম্যান, ম্যানেজার, পরিচালকদের ক্ষমতা ও কার্যাবলী, কোম্পানীর সিল, বাৎসরিক সভা, হিসাব, কোম্পানীর অবসায়ন সহ যাবতীয় বিষয়াবলী লিপিবদ্ধ থাকে কোম্পানীর আর্টিকেল অব এসোসিয়েশনে।
কোম্পানী পরিচালনার জন্য তো বটেই, তাছাড়া জয়েন্ট স্টক অব কোম্পানীজ ও কোম্পানী রেজিষ্ট্রেশন এর সময়ও কোম্পানীর মেমোরেন্ডাম অব এসোসিয়েশন এবং আর্টিকেল অব এসোসিয়েশন দাখিল করতে হয়। যারা নতুন কোম্পানী গঠন করার চিন্তা ভাবনা করছেন এবং যে সকল বিজ্ঞ আইনজীবীবৃন্দ কোম্পানী ম্যাটার নিয়ে প্র্র্যাকটিস করেন বা করার চিন্তা ভাবনা করছেন তাদের সকলের জন্য কোম্পানীর মেমোরেন্ডাম ও আর্টিকেল অব এসোসিয়েশন এর নমুনা কপি খুবই গুরুত্বপূর্ণ।
প্রাইভেট লিমিটেড কোম্পানীর কোম্পানীর মেমোরেন্ডাম ও আর্টিকেল অব এসোসিয়েশন এর নমুনা পেতে