ভাল হাউস কিপিং এর জন্যে কর্মপরিবেশ উন্নত হয়, নিরাপত্তা বৃদ্ধি পায় এবং উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। সুন্দর সাজানো গুছানো স্থানে সকলেই কাজ করতে ভালবাসে। তাই নিজেদের কর্মস্থল গুছিয়ে রাখা উচিত। এর জন্য নিম্নলিখিত কাজগুলি করা দরকার।
১. সকল ফ্লোর সব সময় পরিস্কার পরিচ্ছ্ন্ন রাখা।
২. সকলের জন্য নির্ধারিত ইউনিফরম, আইডি কার্ড ও নিরাপত্তা সরঞ্জাম পড়ে কাজ করা।
৩. সিজার, কার্টার মেশিনের সাথে বাধাঁ থাকবে।
৪. প্রতিদিন কাজ শুরুর পূর্বে সুতা ধরে লাইন সোজা করা।
৫. প্রত্যেক অপারেটরকে তাদের মেশিন পরিস্কার করার নির্দেশ দেয়া।
৬. গার্মেন্টস ফ্লোরে না রেখে ঝুড়ি বা বাক্সে রাখা।
৭. প্রতিটি জায়গার সঠিক ব্যবহার নিশ্চিত করা।
৮. জুতা টেবিল বা মেশিনের নিচে না রেখে নির্দিষ্ট কার্টন বা রেকে রাখা।
৯. সুতা শেষ হলে খালি কোন ফ্লোরে না ফেলে জমা দিয়ে নতুন সুতা আনা।
১০. ববিন কেস এবং নিরাপত্তা গার্ড সহ মেশিনের যে কোন সমস্যা হলে সাথে সাথে সংশ্লিষ্ট ফ্লোরের মেকানিক্সকে দিয়ে তা ঠিক করা।
১১. মেশিন যত্রতত্র না রেখে সমান দূরত্বে সাজিয়ে রাখা ।
১২. মেশিন লে আউটের সময় সকল মেশিনের সমান দূরত্ব বজায় রাখা (সাধারনত ৪০ ইঞ্চি পর পর)।
১৩. সকল রাস্তা বা হলুদ দাগগুলো অবমুক্ত রাখা।
১৪. সকল শ্রমিক বাঁধামুক্ত অবস্থায় কাজ করা।
১৫. ফেব্রিক, গার্মেন্টস এবং এক্সিসরিজ নির্দিষ্ট জায়গায় সংরক্ষন করা।
১৬. সকল দরজা, প্রবেশ পথ কিংবা বাহির পথ বাঁধা মুক্ত থাকবে।
আত্মরক্ষামূলক সরঞ্জামাদি
শ্রমিক কর্মচারীদের সর্বোচ্চ নিরাপত্তার প্রয়োজনে বিভিন্ন বিভাগের শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের মধ্যে প্রয়োজনীয় পিপিই সরবরাহ করা হয়েছে। এই পিপিই গুলো কিভাবে ব্যবহার করা হবে এ সম্পর্কে সকলকে প্রশিক্ষণ প্রদান করা হয় ক্রমান্বয়ে। প্রত্যেক ব্যক্তি তার নিকট সরবরাহকৃত পিপিই কাজ চলাকালীন সময়ে ব্যবহার করবেন। নিরাপদ ও সঠিকভাবে পিপিই রক্ষণা-বেক্ষণ করা প্রত্যেক ব্যক্তির নিজস্ব দায়িত্ব।
950 square feet.エロ ランジェリーThe outdoor amenities include a pool,