বিধি-২৭। ছাঁটাইয়ের নোটিস।- ধারা-২০ এর উপ-ধারা (২) এর দফা (ক) মোতাবেক শ্রমিককে প্রদত্ত ছাঁটাইয়ের নোটিশে নিম্নবর্ণিত তথ্যসমূহের উল্লেখ থাকিতে হইবে, যথা:- (ক) প্রতিষ্ঠানের নাম; (খ) শ্রমিকের নাম, পদবি ও কার্ড নম্বর; (গ) ছাঁটাইয়ের কারণ; (ঘ) ছাটাই কার্যকর হইবার তারিখ; (ঙ) মোট চাকরিকাল; (চ) শ্রমিকের প্রাপ্যতা: (অ) নোটিস পে (প্রযোজ্য ক্ষেত্রে)
(আ) গ্র্যাচুইটি বা ক্ষতিপূরণ; (ই) অভোগকৃত বার্ষিক ছুটির মজুরি; (ঈ) বকেয়া মজুরি, অন্যান্য ভাতা ও অধিকাল ভাতা (যদি পাওনা থাকে); এবং (ছ) পাওনা পরিশোধের তারিখ
(২) মহাপরিচালককে ছাঁটাইয়ের নোটিসের কপি প্রেরণের মাধ্যমে অবহিত করিতে হইবে।
(৩) ধারা ২৮ক এবং বিধি ৩২ অনুযায়ী প্রতিষ্ঠানের সকল শ্রমিককে ছাঁটাই করা হইলে সকল শ্রমিকের জন্য একটি নোটিস প্রদান করা যাইবে এবং শ্রমিকের তালিকা ফরম-১০ (ক) অনুসারে প্রদান করিতে হইবে।”;