২৪১৷ (১) সকল [সুবিধাভোগী] এই অধ্যায়ের অধীন সকল সুবিধা [সমান অনুপাতে] পাইবার এবং তহবিলদ্বয়ে অংশগ্রহণের যোগ্য হইবেন৷
(২) কোন হিসাব বত্সরে কোন 3[সুবিধাভোগী] কোন কোম্পানীতে অন্যুন ছয় মাস চাকুরী পূর্ণ না করিলে তিনি উক্ত বত্সরের জন্য তহবিলদ্বয়ে অংশগ্রহণ করিতে পারিবেন না৷