বিধি-১৯। নিয়োগপন ও পরিচয়পত্র প্রদান এবং গোপনীয়তা রক্ষাকরন-
(১) মালিক নিয়োগপত্র প্রদান না করিয়া কোন শ্রমিককে নিয়োগ করিতে পারিবেন না।
(২) কোন ব্যক্তিকে কেবল একবার নিয়োগপত্র প্রদান করিতে পারিবে।
(৩) কোন শ্রমিকের নিয়োগপত্র হারাইয়া গেলে বা নষ্ট হইলে শ্রমিকের আবেদনের প্রেক্ষিতে তাহার ব্যক্তিগত ফাইলে রক্ষিত নিয়োগপত্রের ফটোকপি বা হুবহু নকল সরবরাহ করা যাইবে।
(৪) ধারা ৫ মোতাবেক শ্রমিককে প্রদত্ত নিয়োগপত্রে নিম্নবর্ণিত তথ্যের থাকিবে, যথা :- (ক) শ্রমিকের নাম: (খ) পিতার নাম: (গ) মাতার নাম: (গ) স্বামী বা স্ত্রীর নাম (প্রযোজ্য ক্ষেত্রে); (ঙ) ঠিকানা : বর্তমানঃ স্থায়ী:- (চ) পদবি, কাজের ধরন, যোগদানের তারিখ; (ছ) শ্রমিকের শ্রেণি:
(জ) মজুরি বা বেতন স্কেল (মজুরি বা বেতন এবং বাৎসরিক বেতন বৃদ্ধির হার যদি থাকে);
(ঝ) অন্যান্য প্রদেয় আর্থিক সুবিধা (বাড়ি ভাড়া, চিকিৎসা, শিক্ষা, খানা, যাতায়াত,উৎসব ও হাজিরা ভাতা এবং গ্রাচুইটি (যদি থাকে) এবং
(ঞ) নিয়োগের বাধিতীয় শর্ত প্রতিষ্ঠানে বিদ্যমান চাকরি বিধি (যদি থাকে) ও বিদ্যমান শ্রম আইন অনুযায়ী পরিচালিত হইবে মর্মে উল্লেখ প্রত্যেক মালিক তাহার প্রতিষ্ঠানে নিয়োজিত
(৫) প্রত্যেক শ্রমিককে ফরম ৬ অনুযায়ী মালিকের খরচে ছবিসহ পরিচয়পত্র প্রদান করবেন এবং উক্ত পরিচয়পত্র ও নিয়োগপত্র বাংলায় প্রদান করিতে হইবে:
তবে শর্ত থাকে যে, প্রয়োজনে উক্ত পরিচয়পত্র ও নিয়োগপত্র ইংরেজিতে প্রদান করা যাইবে।”;
(৬) শ্রমিক পরিচয়পত্র হারাইয়া ফেলিলে ৫০ টাকা ফি পরিশোধ সাপেক্ষে নতূন পরিচয়পত্র প্রদান করা যাইবে।
(৭) নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিস বহি প্রদান সম্পর্কিত তথ্য রেজিস্টারে কাম
(ক) অনুযায়ী সংরক্ষণ করিতে হইবে
– (৮) এই বিধিমালায় যাত্রা কিছুই থাকুক না কেন, কারখানা বা প্রতিষ্ঠানে নিয়োজিত কোন শ্রমিক বা প্রশাসনিক বা ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত ব্যক্তি নির্দিষ্ট দায়িত্ব পালনকালে বা চাকরি পরিবর্তনের ক্ষেত্রে প্রতিষ্ঠানের ব্যবসায়িক কৌশলের গোপনীয়ত সংরক্ষণ করিবেন