১৬১। চুক্তির ক্ষেত্রে ক্ষতিপূরণ

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

১৬১। (১) যে ক্ষেত্রে কোন মালিক তাহার ব্যবসা বা বাণিজ্য চলাকালে অথবা উহার প্রয়োজনে সাধারণতঃ তাহার ব্যবসা-বাণিজ্যের অংশ এরূপ কোন কাজ বা উহার অংশ বিশেষ সম্পাদন করার জন্য অন্য কোন ব্যক্তির, অতঃপর এই ধারায় “1[ঠিকাদার সংস্থা]” বলিয়া উল্লিখিত, সহিত চুক্তি করেন, সে ক্ষেত্রে উক্ত মালিক, কোন শ্রমিক সরাসরি তাহার দ্বারা নিযুক্ত হইলে তাহাকে যে ক্ষতিপূরণ প্রদান করিতে বাধ্য থাকিতেন, উক্ত কার্য সম্পাদনের জন্য ঠিকাদার কর্তৃক নিযুক্ত শ্রমিককেও তিনি অনুরূপ ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকিবেন, এবং যে ক্ষেত্রে মালিকের নিকট হইতে কোন ক্ষতিপূরণ দাবী করা হয় সে ক্ষেত্রে ক্ষতিপূরণ নির্ণয়ের জন্য ঠিকাদারের নিকট হইতে প্রাপ্ত মজুরী আমলে আনা হইবে।   

(২) যে ক্ষেত্রে উপ-ধারা (১) প্রযোজ্য, সে ক্ষেত্রে প্রিন্সিপাল বা মূল মালিক সমস্ত ক্ষতিপূরণ প্রদান করিবেন।  

(৩) যে ক্ষেত্রে প্রিন্সিপাল বা মূল মালিক মনে করেন যে সংশ্লিষ্ট কোন শ্রমিকের নিহত কিংবা আহত হওয়ার ঘটনাটি বিশেষভাবে এবং বাস্তবিক অর্থে ঠিকাদারের পক্ষ হইতে কোন আচরণবিধি লংঘনের ফলে সংঘটিত হইয়াছে, তবে তিনি, শ্রম আদালতে ক্ষতিপূরণের পূর্ণ অর্থ জমা দেওয়ার পর (যে ক্ষেত্রে কোন শ্রমিক নিহত হয়), কিংবা সংশ্লিষ্ট শ্রমিককে নির্ধারিত পরিমাণ অর্থ প্রদানের পর (যে ক্ষেত্রে কোন শ্রমিক আহত হয়), উক্ত অর্থের কত অংশ ঠিকাদার কর্তৃক প্রিন্সিপাল বা মূল মালিককে প্রদান করা উচিত, তাহা নির্ধারণের জন্য প্রধান পরিদর্শকের নিকট আবেদন করিতে পারিবেন এবং প্রধান পরিদর্শক আবেদন প্রাপ্তির পর ৪৫ দিনের মধ্যে বিধি মোতাবেক তা নিস্পত্তি করিবেন।

সম্পর্কিত তথ্য বিধি ১১৩। মজুরী ও অন্যান্য পাওনাদি সম্পর্কে আপোষ – মিমাংসা

2 thoughts on “১৬১। চুক্তির ক্ষেত্রে ক্ষতিপূরণ

  1. equilibrado estatico
    Equipos de ajuste: fundamental para el desempeno fluido y eficiente de las equipos.

    En el mundo de la innovacion moderna, donde la productividad y la confiabilidad del equipo son de suma significancia, los aparatos de equilibrado desempenan un funcion fundamental. Estos equipos adaptados estan creados para balancear y regular piezas dinamicas, ya sea en herramientas manufacturera, medios de transporte de desplazamiento o incluso en electrodomesticos caseros.

    Para los especialistas en conservacion de aparatos y los ingenieros, manejar con sistemas de ajuste es esencial para garantizar el funcionamiento estable y estable de cualquier aparato giratorio. Gracias a estas soluciones tecnologicas avanzadas, es posible minimizar notablemente las vibraciones, el zumbido y la presion sobre los rodamientos, extendiendo la longevidad de partes importantes.

    Tambien relevante es el rol que cumplen los sistemas de equilibrado en la asistencia al consumidor. El soporte tecnico y el mantenimiento permanente aplicando estos dispositivos permiten ofrecer prestaciones de gran estandar, elevando la satisfaccion de los usuarios.

    Para los duenos de negocios, la inversion en unidades de ajuste y medidores puede ser fundamental para mejorar la rendimiento y rendimiento de sus aparatos. Esto es sobre todo importante para los inversores que administran modestas y medianas empresas, donde cada aspecto importa.

    Asimismo, los aparatos de calibracion tienen una amplia uso en el sector de la proteccion y el supervision de nivel. Facilitan detectar eventuales fallos, previniendo reparaciones elevadas y danos a los aparatos. Tambien, los informacion obtenidos de estos sistemas pueden usarse para maximizar sistemas y mejorar la reconocimiento en motores de busqueda.

    Las sectores de aplicacion de los equipos de calibracion cubren multiples ramas, desde la produccion de vehiculos de dos ruedas hasta el seguimiento ambiental. No afecta si se considera de grandes fabricaciones industriales o pequenos establecimientos hogarenos, los equipos de ajuste son necesarios para proteger un funcionamiento efectivo y sin riesgo de fallos.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get 30% off your first purchase

X
error: Content is protected !!