বয়লার লাইসেন্স কি এবং কেন প্রয়োজন ?

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
বয়লার লাইসেন্স কি এবং কেন প্রয়োজন, কিভাবে করতে হয় এবং ফি কত?

বয়লার লাইসেন্স কেন করা হয়?

শিল্প মন্ত্রণালয়ের অধীন ইন্সপেকটর অব বয়লার এর অফিস থেকে বয়লার সংক্রান্ত যাবতীয় ইন্সপেকশন, রেজিষ্ট্রেশন ও সার্টিফিকেট ইস্যু করা হয়ে থাকে এবং নিম্নলিখিত আইনসমূহ ঠিক মতো মেনে চলা হচ্ছে কিনা তা তদারকী করা হয়ঃ

ক. বয়লার আইন, ১৯২৩

খ. বয়লার রেজুলেশন, ১৯৫১

গ. বয়লার এটেনডেন্টস রুলস, ১৯৫৩

ঘ. বয়লার রুলস, ১৯৬১

বয়লার থেকে নিরাপদ সার্ভিস নিশ্চিত করতে একটি বাৎসরিক ইন্সপেকশন হয়ে থাকে।

এক: প্রয়োজনীয় কাগজপত্র


১. নির্মানের ড্রইং (৩ কপি)

২. হিটিং সারফেসের হিসাব (৩ কপি)

৩. প্রেসার যন্ত্রের শক্তির পরিমান (৩ কপি)

৪. কন্সট্রাকশনের সময় ইন্সপেকশনের সার্টিফিকেট

৫. ম্যানুফেকচার এবং টেস্টের জন্য কন্সট্রাকশন সার্টিফিকেট

৬. ম্যানুফেকচারে ব্যবহারের জন্য ষ্টীল প্রস্তুতকারকের সার্টিফিকেট ও টেস্টের ফলাফল

৭. স্টিম পাইপ সার্টিফিকেট

৮. প্রস্তুতকারকের ষ্ট্যাম্প

৯. অপারেশন এবং মেইনটেনেন্সের ম্যানুয়াল

দুই: চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক বরাবর রেজিষ্ট্রেশন ফি জমা

তিন : ইন্সপেকশন (ইন্সপেকশনের জন্য সিডিউল নেয়া)

চার : রেজিষ্ট্রেশনের অনুমোদন নেয়া। অনুমোদিত না হলে আপিল করা পূনরায় ইন্সপেকশন রেজিষ্ট্রেশন।

বিস্তারিত তথ্যের জন্য: ইন্সপেকটর অব বয়লার এর কার্যালয় শিল্পভবন এনেক্স বিল্ডিং, ৯১ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০। ফোন : ৯৫৬৭১০৮, ৯৫৬৭৩৫৩

.

.

লাইসেন্স এর মুল Menu – তে ফিরে যেতে বা সংগ্রীহিত সকল অথবা অন্যান্য লাইসেন্স সম্পর্কে জানতে ক্লিক করুন

Get 30% off your first purchase

X
error: Content is protected !!