প্রশ্নঃ ‍Secondary Container কি এবং কেন প্রয়োজন ?

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

উত্তরঃ একটি সেকেন্ডারি কন্টেইনার হল একটি যেটিতে একটি রাসায়নিক বা রাসায়নিক পণ্য স্থানান্তর করা হয় বা যে পাত্রে একটি নতুন রাসায়নিক পণ্য/বিকারক তৈরি এবং সংরক্ষণ করা হয়। অবিলম্বে ব্যবহারের পাত্রগুলি হল এমন কন্টেইনার যা শুধুমাত্র একটি কাজের শিফটে স্থায়ী হবে বলে আশা করা হয় এবং সেগুলি পূরণকারী ব্যক্তির নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার উদ্দেশ্যে নয়।

প্রডাকশন ফ্লোরে Chemical ব্যাবহার করার সময় উক্ত Chemical এর বাক্স বা ড্রামে বা পাত্রের নিচে আরেকটি পাত্র রাখতে হয় যেন Chemical ব্যাবহার করার সময় প্রডাকশন ফ্লোরে না পড়ে। উক্ত Chemical এর বাক্স বা ড্রামে বা পাত্র কে সহজ ভাবে Secondary Container বলে থাকে যা অবশ্যই থাকতে হবে ।

আর যদি Chemical গুলো যে কোন ষ্টোরে জমা রাখা হয় তাহলে উক্ত Chemical এর ফ্লোরে Slope আকারে রেখে একটি ড্রেনের দিকে ধাবিত রাখতে হবে যাহাতে Chemical লিকেজ হলেও যেন ফ্লোরে ছড়িয়ে না পড়ে কিন্তু নিরাপদে ড্রেনেজ সিস্টেমে বহির্গমন হয়ে যায় তবে উক্ত লিকেজ Chemical সরাসরি যেন পরিবেশে না যায় তার জন্য উপযুক্ত পরিশোধন ব্যাবস্থা থাকতে হবে যেমনঃ ETP(Environment Treatment Plan) এর মাধ্যেমে উক্ত Chemical সংশোধন ও পরিশোধিত করে পরিবেশ এ ক্ষতি হবে না এমন উপযোগী করে পরিবেশে ফেলতে হবে।

.

.

Environment সম্পর্কিত Menu তে গিয়ে বিভিন্ন তথ্য পেতে ক্লিক করুন

ETP(Environment Treatment Plan) সম্পর্কিত Menu তে গিয়ে বিভিন্ন তথ্য পেতে ক্লিক করুন

Chemical বা রাসায়নিক সম্পর্কিত Menu তে গিয়ে বিভিন্ন তথ্য পেতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get 30% off your first purchase

X
error: Content is protected !!