উত্তরঃ বিদুৎ বিধিমালা ২০২২ এর চতুর্থ অধ্যায় (বৈদ্যুতিক ঠিকাদারি লাইসেন্স) এর বিধি ১৬ তে বলা হয়েছে ,
বৈদ্যুতিক ঠিকাদারি লাইসেন্সের জন্য আবেদন দাখিল, ইত্যাদি — (১) বিধি ১৫ এর অধীন বিজ্ঞপ্তি প্রকাশের পর বিজ্ঞন্বিতে উল্লিখিত সময়ের মধ্যে বৈদ্যুতিক ঠিকাদারি লাইসেন্স গ্রহণে ইচ্ছুক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সরকার নির্ধারিত কোডে চালানের মাধ্যমে তফসিলে উল্লিখিত লাইসেন্স ফি এবং যন্ত্রপাতি টেস্টিং ফিসের টাকা নগদ, মোবাইল ব্যাংকিং বা ব্যাংকে জমা প্রদান করিয়া নিম্নবর্ণিত দলিলসহ বৈদ্যুতিক ঠিকাদারি লাইসেন্সের জন্য অনলাইনে আবেদন করিতে হইবে, যথা:
(ক) ট্রেড লাইসেন্সের কপি;
(খ) ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেটের কপি;
(গ) টি আই এন সার্টিফিকেটের কপি;
(ঘ) মালিক বা ব্যবস্থাপনা পরিচালকের জাতীয় পরিচয়পত্রের কপি;
(ঙ) বৈদ্যুতিক ঠিকাদারি প্রতিষ্ঠানে নিয়োজিত রহিয়াছে মর্মে একজন বৈদ্যুতিক সুপারভাইজারের ঘোষণাপত্র বা অনলাইনে সম্মতি
তবে শর্ত থাকে যে, মালিক নিজে বৈদ্যুতিক সুপারভাইজার হইলে তাহার জন্য এই দফা প্রযোজ্য হইবে না;
(চ) ফি প্রদান সম্পর্কিত ট্রেজারি চালানের মূল কপি; এবং
(ছ) টেস্টিং যন্ত্রপাতি ক্রয়ের রশিদ।
(২) বৈদ্যুতিক ঠিকাদারি লাইসেন্সের জন্য আবেদনকারী প্রত্যেক ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট আর্থ টেস্টার, ইনসুলেশন টেস্টার এবং ক্লিপ-অন-অ্যাম্পিয়ার মিটার এবং সুরক্ষা সরঞ্জামাদি, যেমন: হেলমেট, সেফটি বেল্ট ও ইনসুলেটেড হ্যান্ড গ্লোভস থাকিতে হইবে।
.
.
.
বিদ্যুৎ আইন ও বিধি সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন এবং উত্তর – মুল Menu তে ফিরে যেতে ক্লিক করুন
Electrical / Electricity মুল Menu তে ফিরে যেতে ক্লিক করুন
Maintenance & Electrical মুল Menu তে ফিরে যেতে ক্লিক করুন