প্রশ্নঃ বয়লারের প্রকারভেদ ?

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বয়লার প্রধানত ২ প্রকার।

টিউবের ভেতরের উপাদানের উপর ভিত্তি করে বয়লার ২প্রকার
১। ফায়ার টিউব বয়লারঃ কম্বাশন চেম্বারে তৈরি হওয়া ফ্লেম ও গ্যাস টিউবের মধ্য দিয়ে প্রবাহিত হয়, যা চারপাশের পানিকে গরম করে। টিউবের ওয়ালের মধ্য দিয়ে তাপ সঞ্চালিত হয়ে পানিতে আসে। উদাহরণঃ কোকরান বয়লার, লোকোমোটিভ বয়লার, ভেলকন বয়লার ইত্যাদি।
সুবিধাঃ

  • অপারেটিং খরচ কম।
  • ফিড ওয়াটার এর পরিশোধন দরকার নেই।
  • বিস্ফোরণের সম্ভাবনা কম।

অসুবিধাঃ

  • কর্মদক্ষতা কম (৭৫% পর্যন্ত)।
  • বড় প্ল্যান্ট এর জন্য উপযুক্ত না।
  • ষ্টীম তৈরির হার তুলনামূলক কম (ঘণ্টায় ৯টন পর্যন্ত)।
  • তৈরিকৃত ষ্টীমের চাপ তুলনামূলক কম (২৪.৫বার পর্যন্ত)।

২। ওয়াটার টিউব বয়লারঃ পানি টিউবের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। এই টিউবগুলো কম্বাশনের ফলে উৎপন্ন শিখা ও গ্যাস দ্বারা ঘেরা থাকে।উদাহরণঃ ব্যাবকক ও উইলকক্স বয়লার, লা মন্ট বয়লার, বেন্সন বয়লার ইত্যাদি
সুবিধাঃ

  • কর্মদক্ষতা বেশি (৯০% পর্যন্ত)।
  • বড় প্ল্যান্ট এর জন্য উপযুক্ত।
  • ষ্টীম তৈরির হার তুলনামূলক বেশি (ঘণ্টায় ৪৫০টন পর্যন্ত)।
  • তৈরিকৃত ষ্টীমের চাপ তুলনামূলক বেশি (১৬৫বার পর্যন্ত)।

অসুবিধাঃ

  • অপারেটিং খরচ বেশি।
  • ফিড ওয়াটার এর পরিশোধন দরকার আছে।
  • বিস্ফোরণের সম্ভাবনা বেশি।

আবার, টিউবের সংখ্যার উপর ভিত্তি করে বয়লার ২ধরনের
১। সিঙ্গেল টিউব বয়লার (১টি মাত্র ফায়ার বা ওয়াটার টিউব থাকে। উদাহরণঃ সিম্পল ভারটিক্যাল বয়লার এবং করনিশ বয়লার)
২। মাল্টিপল টিউব বয়লার (একাধিক ফায়ার বা ওয়াটার টিউব থাকে। উদাহরণঃ কোকরান বয়লার, লোকোমোটিভ বয়লার ইত্যাদি)

ফার্নেসের অবস্থানের উপর ভিত্তি করে বয়লার ২প্রকার
১। ইন্টারনালি ফায়ার্ড বয়লার (ফার্নেস বয়লারের শেলের ভিতরে থাকে। সাধারণত ফায়ার টিউব বয়লারগুলো এই ধরনের হয়।)
২। এক্সটারনালি ফায়ার্ড বয়লার (ফার্নেস বয়লারের শেলের বাইরে থাকে। সকল ওয়াটার টিউব বয়লার এই ধরনের হয়।)

শেলের অক্ষের উপর ভিত্তি করে বয়লার আবার ২ধরনের হয়
১। ভারটিক্যাল বয়লারঃ (শেলের অক্ষ ভারটিক্যাল হয়। উদাহরণঃ সিম্পল ভারটিক্যাল বয়লার এবং কোকরান বয়লার)
২। হরাইযোনটাল বয়লারঃ (শেলের অক্ষ হরাইযোনটাল হয়। উদাহরণঃ লোকোমোটিভ বয়লার, ব্যাবকক ও উইলকক্স বয়লার ইত্যাদি)

পানি প্রবাহের ধরনের উপর ভিত্তি করে বয়লার ২প্রকার
১। ন্যাচারাল সারকুলেশন বয়লার (বাহ্যিক সহায়তা ছাড়া, প্রাকৃতিক পানির প্রবাহকেই ব্যবহার করা হয়।)
২। ফোর্সড সারকুলেশন বয়লার (পাম্পের সাহায্যে উচ্চ চাপে পানি প্রবাহ করা হয়)।

মুভ্যাবিলিটির উপর ভিত্তি করে বয়লার ২প্রকার হয়
১। ষ্টেশনারী বয়লার (পাওয়ার প্ল্যান্ট এবং শিল্পকারখানায় ব্যবহার করা হয়।)
২। মোবাইল বয়লার (যানবাহনে ব্যবহার করা হয়, যেমনঃ মেরিন বয়লার, লোকোমোটিভ বয়লার)

এই আর্টিকেলটি http://www.airandhydraulic.com এ খুব সুন্দর করে লিখা হয়েছে ।

.

.

বয়লার সংক্রান্ত প্রশ্ন ও উত্তর Menu – তে ফিরে যেতে ক্লিক করুন

মূল Menu (বয়লার কি এবং বৃত্তান্ত) তে ফিরে যেতে ক্লিক করুন

মূল Menu (Maintenance & electrical) তে ফিরে যেতে ক্লিক করুন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get 30% off your first purchase

X
error: Content is protected !!