প্রশ্নঃ ইলেকট্রিশিয়ান লাইসেন্স এর পরীক্ষার সিলেবাস কি ?

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

উত্তরঃ বিদ্যুৎ বিধিমালা ২০২২ এর পরিশিষ্ঠ ০১ অনুযায়ী,

০১। সি শ্রেনীর লাইসেন্স এর ক্ষেত্রে

(ক) বিদ্যুৎ সম্পর্কিত প্রাথমিক ধাবনাঃ

ইলেকট্রিসিটির সংঙ্ঘা এবং উহার শ্রেণিবিভাগ-বিদ্যুৎ পরিবাহি, অপরিবাহি ও অর্ধপরিবাহি পদার্থের সাথে পরিচিতি কারেন্ট, ভোস্টেজ, রেজিস্ট্যান্সের সংজ্ঞা এবং উহাদের একক সমূহের নাম, পরিমাপক যন্ত্রের নাম এবং বর্তনী সংযোগ করিবার পদ্ধতি – বৈদ্যুতিক বর্তনী বা সার্কিটের সংজ্ঞা এবং উহার প্রকারভেদ-সিরিজ সার্কিট প্যারালাল সার্কিট, মিশ্র সার্কিট, সিংগেল লাইন ভায়াগ্রাম এবং হাউজ ওয়্যারিং ডায়াগ্রাম সম্পর্কে প্রাথমিক জ্ঞান, বৈদ্যুতিক লোড, লোডের প্রকারভেদ এবং মোট লোড ক্যালকুলেশন সম্পর্কে ধারণা;

(গ) ওয়্যার ও ক্যাবল

ওয়্যার ও ক্যাবলের সংজ্ঞা-পার্থক্য প্রকারভেদ-পি.ডি.সি (BYA BYM/ NYY/ FR/HT ক্যাবল, ইত্যাদি) ক্যাবলের বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা এবং ব্যবহারের ক্ষেত্র, গ্ল্যাক্সিবল কর্ড/ফ্ল্যাক্সিবল ক্যাবল, ওয়েদার প্রুফ ক্যাবল ও আরমার্ড ক্যাবলের সুবিধা, অসুবিধা এবং ব্যবহারের ক্ষেত্র-ক্যাবলের জয়েন্ট- জয়েন্টের শ্রেণিবিভাগ এবং পয়েন্ট করিবার পদ্ধতি, ক্যাবলের ফেজ, নিউট্রাল এবং আর্থিং এর কালার কোড সম্পর্কে জ্ঞান;

(গ) হাউজ ওয়্যারিং:

হাউজ ওয়্যারিং এর সংজ্ঞা ও শ্রেণিবিভাগ বিভিন্ন প্রকার হাউজ ওয়্যারিং পদ্ধতি ও উহার সুবিধা, অসুবিধা, ব্যবহার ক্ষেত্র সুইচ, সকেট, সুইচ বোর্ড/ এসডিবি- ডিবি/এমডিবি/এমসিবি/এমসিসিবি ও জয়েন্ট বক্স ক্যাবলের সাইজ নির্বাচন এবং ব্যবহারের ক্ষেত্র ওয়্যারিং এ প্রয়োজনীয় মালামালের তালিকা, বৈদ্যুতিক ওয়্যারিং ডায়াগ্রামে ব্যবহৃত প্রতীক চিহ্ন সম্পর্কে ধারণা, ওয়্যারিং এর কাজ সমাপ্তির পর বিভিন্ন টেন্ট পদ্ধতি, আর্থ রেজিট্যাল পরিমাপ পদ্ধতি, ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপের পদ্ধতি, ওয়্যারিং এর কন্টিনিউটি নিরবিচ্ছিন্নতা পরীক্ষা করিবার পদ্ধতি ও পোলারিটি টেস্ট করিবার পদ্ধতি;

(ঘ) হাউজহোল্ড এপ্লায়েন্সঃ

টভি, বাতি, পানা, কম্পিউটার, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন, হিটার, কুকার, পাম্পের জন্য ছোট মোটর বৈদ্যুতিক ঘণ্টা, ইত্যাদির সংযোগ, পরিচালনা ও রক্ষনাবেক্ষনের ধারণা ;

(ঙ) সোলার সিস্টেম ও ব্যাটারি

সোলার সিস্টেমের মূলনীতি, প্রকারভেদ-সোলার হোম সিস্টেম, অন গ্রিড সি অফ প্রিয় সিস্টেম, প্যানেলের সিরিজ প্যারালেল সংযোগ সম্পর্কে জ্ঞান, সোলার প্যানেল, ইনভার্টার, ব্যাটারি মূলনীতি, প্রকারভেদ, চার্জিং, ডিসচার্জিং পদ্ধতি, ব্যাটারি সিস্টেম স্থাপন ও সংযোগ পদ্ধতি, হাইড্রোমিটারের ব্যবহার, আইপিএস, ইউপিএস, ইত্যাদি সম্পর্কে ধারণা।

(চ) আর্থিং

আর্থিং এর সংজ্ঞা-প্রয়োজনীয়তা, বিভিন্ন প্রকার আর্থিং করিবার পদ্ধতি, পাইল আর্থিং ও ছোট আর্মিং-

(ছ) সার্ভিস কানেকশন ও বৈদ্যুতিক মিটারঃ

সার্ভিস কানেকশনের সংজ্ঞা শ্রেণিবিভাগ, সার্ভিস কানেকশন করিবার পদ্ধতি, সিঙ্গেল ফেজ ও থ্রি ফেজ মিটার স্থাপন ও সংযোগ প্রদান:

(জ) সাধারন হ্যান্ড টুলস, পরিমাণ পাতি ও সেফটি ডিভাইস:

ইলেকট্রিশিয়ানের সাধারণ হ্যান্ড টুলসের ব্যবহার, তালিকা প্রস্তুত করা, ব্যবহারের ক্ষেত্র, কোস্ট মিটার, এমিটার, মাল্টি মিটার, নেগার, আর্থ টেস্টার, ইত্যাদির সংযোগ ও ব্যবহার পদ্ধতি, সেফটি ডিভাইস ব্যবহারের পদ্ধতি ও প্রয়োজনীয়তা;

(খ) নিরাপত্তা বিধি ও অন্যান্য

বৈদ্যুতিক কাজে নিরাপত্তা বিধির প্রয়োজনীয়তা অবশ্য পালনীয় নিরাপত্তা বিধিসমূহ, বৈদ্যুতিক কাজে দুর্ঘটনা সংঘটনের কারণ ও তার প্রতিকার, প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয়তা, প্রাথমিক চিকিৎসায় ব্যবহৃত সরঞ্জামাদি ও বৈদ্যুতিক শতপ্ৰায় ৰাক্তির প্রাথমিক চিকিৎসা পদ্ধতি।

২। ‘বি’ শ্রেণির লাইসেন্সের ক্ষেত্রে

(ক) ডি.সি. জেনারেটর:

মুলনীতি – গঠন প্রকারভেদ, ডি. সি প্যারালাল অপারেশন – সংযোগ পদ্ধতি ও রক্ষনাবেক্ষন;

(খ) জি.সি. মোটরঃ
মুলনীতি, গঠন, প্রকারভেদ ও ব্যাবহার, মোটরের স্টাটিং মেথড-মোটরের স্পিড কন্ট্রোল – সংযোগ পদ্ধতি – সাধারন সমস্যা নির্নয় ও সমাধান।


(গ) এ. সি. জেনারেটর বা অন্টারনেটর

মূলনীতি – বিভিন্ন অংশের নাম, গঠন, রিকুয়েন্সি নিয়ন্ত্রণ ও ডোস্টেজ নিয় ল্যাম্প ট্রাস্ট পদ্ধতি, ডি.সি. জেনারেটর এবং এ. সি. জেনারেটরের মধ্যে পার্থক্য, অন্টারনেটের সমান্তরাল অপারেশন ও সংযোগের পদ্ধতি,

(ঘ) এ.সি মোটরঃ

এ.সি. মোটর -মূলনীতি, বিভিন্ন অংশের নাম, গঠন, প্রকারভেদ ও কার্যপদ্ধতি, বিভিন্ন প্রকার স্টার্টিং পদ্ধতি- স্টার ডেল্টা স্টার্টিং, ডিওল স্টার্টার, সংযোগ পদ্ধতি, সাধারণ সমস্যা নির্ণয় ও সমাধান পদ্ধতি:

(ঙ) লিফট, এস্কেলেটর, রেফ্রিজারেটর, এ্যায়ারকন্ডিশনার;

লিফট/এস্কেলেটর স্থাপন পদ্ধতি ব্যবহৃত যন্ত্রপাতির নাম ও কাজ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে ধারণা। রেফ্রিজারেটর/এয়ারকণ্ডিশনের মূলনীতি-ব্যবহৃত যন্ত্রাংশের নাম ও কাজ- প্রকারভেদ- পরিচালনা ও রক্ষনাবেক্ষন সম্পর্কে ধারণা।

৩। ‘এ’ শ্রেণির লাইসেন্সের ক্ষেত্রে:

(ক) পাওয়ার স্টেশন:

বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন সম্পর্কিত প্রাথমিক জ্ঞান, পাওয়ার স্টেশনের প্রকারভেদ, জেনারেশন হতে ডিস্ট্রিবিউশন পর্যন্ত পাওয়ার সিস্টেম সম্পর্কে ধারণা;

(গ) সাবস্টেশন/ গ্রিড সাবস্টেশন:

প্রাথমিক ধারণা সাবস্টেশনে ব্যবহৃত যন্ত্রাদির তালিকা, সাবস্টেশনের রক্ষণাবেক্ষণ, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম সম্পর্কে ধারণা, শট সার্কিট, রিলে সেটিং, ডিসি সাপ্লাই, আর্থিং, ইত্যাদি সম্পর্কে ধারণা;

(গ) ট্রান্সফরমারঃ

মূলনীতি – বিভিন্ন অংশের বর্ণনা ও প্রকারভেদ, ট্রান্সফরমারের কার্যনীতি, ট্রান্সফরমার প্রোপিং, ইন্সট্রুমেন্ট ট্রান্সফরমার (পটেনশিয়াল ট্রান্সফরমার, কারেন্ট ট্রান্সফরমার), ট্রান্সফরমারের কুলিং সিস্টেম, ট্রান্সফরমার লস, ইত্যাদি সম্পর্কে ধারনা;

(ঘ) সুইচ গিয়ার:

প্রকারেভদ – ব্যবহারের প্রয়োজনীতা, বিভিন্ন প্রকার ভিউজ ও সার্কিটের ব্যবহার ক্ষেত্র নির্ণয় ও সংযোগ পদ্ধতি, শর্ট সার্কিট এবং রিলে সেটিং, ভিসিবি, এমওসিবি, ওসিবি, এসএফ৬, জিআইএস, এলবিএস, এসিবি, এমসিসিবি, এমসিবি সাধারণ সমস্যা নির্ণয় ও সমাধান পদ্ধতি;
(ঙ) পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্ট (পিএফআই):

পিএফআই এ ব্যবহৃত যন্ত্রাংশের নাম ও কাজ, লো পাওয়ার ফ্যাক্টরের কারণ ও প্রভাব, পিএফআই এর সুবিধা, পাওয়ার ফ্যাক্টরের মান উন্নয়নের পদ্ধতি;

(চ) ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন লাইন:

এরিয়্যাল লাইন, আন্ডার গ্রাউন্ড লাইন ও সাবমেরিন লাইন স্থাপন পদ্ধতি-ক্যাবল স্থাপন ও জোড়া দেয়া-পাওয়ার ফ্যাক্টর, করোনা ইফেক্ট, স্কিন ইফেক্ট-বিভিন্ন প্রকার ইন্সুলেটরের ব্যবহার পদ্ধতি-ত্রুটি পরীক্ষা করা ও অপরিবাহীকরণের প্রতিবন্ধকতার পরিমাপ করা।

.

.

.

বিদ্যুৎ আইন ও বিধি সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন এবং উত্তর – মুল Menu তে ফিরে যেতে ক্লিক করুন

Electrical / Electricity মুল Menu তে ফিরে যেতে ক্লিক করুন

Maintenance & Electrical মুল Menu তে ফিরে যেতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get 30% off your first purchase

X
error: Content is protected !!