প্রশ্নটা আসলে একটু ঘোলাটে কারন জেনারেটর কে দুই ভাগে ভাগ করা যায় একটা হলো ডিসি জেনারেটর আরেকটা হলো এসি জেনারেটর বা অল্টারনেটর।
তাই যদি জেনারেটর বলতে আপনি অল্টারনেটর বুঝান তাহলে হয়তো পার্থক্য করা যেতে পারে যে ডায়ানামো ডিসি কারেন্ট প্রডিউস করে আর অল্টারনেটর এসি কারেন্ট প্রডিউস করে।
আর যদি ডায়নামো বলতে ডিসি আর জেনারেটর বলতে অল্টারনেটর-ডায়নামো দুটোকে একত্রে বোঝান তাহলে…
ডায়নামো এমন ধরনের সিস্টেম যা শুধু ডিসি কারেন্ট প্রডিউস করতে পারে। আর জেনারেটর এসি কারেন্ট তৈরী করে তা কমুটেটরের মাধ্যমে ডিসিতে রূপান্তর করা যায়।
ডায়নামো আসলে এখনকার যুগের জেনারেটরের পুরানো অবস্থা। এখন সারাবিশ্বে আসলে অল্টারনেটোর জেনারেটর ই ব্যবহার করা হয়। যদিও কিছু সময়ে যেখানে কম ক্ষমতার ডিসি প্রবাহের প্রয়োজন হয় যেখানে এখনো ডায়নামো ব্যবহার করা হয়।