কিভাবে প্রতি ০৬ মাস অন্তর অন্তর FSCD (Fire Service and Civil Defense) কর্তৃক Fire Drill এর জন্য আবেদন করতে হয়?

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নোট: প্রতি ০৬ মাস অন্তর অন্তর FSCD (Fire Service and Civil Defense) থেকে Fire Drill করাতে হবে। “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বেসামরিক প্রশিক্ষণ তহবিল” এর অনুকূলে ব্রাক ব্যাংকের যে কোন শাখায়  ০৬ ,০০০/- ছয় হাজার টাকা + অনলাইন ফি (মোট ৬,০৩৮/-) প্রদান করতে হবে।

আবেদনের জন্য https://fsc.fireservice.gov.bd/— এ প্রদর্শিত নিয়মাবলী অনুসরণ করুন।

১। প্রথমে fsc.fireservice.gov.bd তে প্রবেশ করুন এরপর নতুন ব্যবহারকারী হলে সেবার জন্যে নিবন্ধন ফর্ম এ অ্যাকাউন্ট তৈরি করুন এবং নিরাপদে লগইন তথ্য সংরক্ষণ করুন।

২। এরপর আবেদন ধাপে ফায়ার সেফটি ট্রেনিং, ফায়ার ড্রিল, রিস্ক আসেস্‌মেন্ট (সার্ভে) হতে আপনার প্রয়োজনীয় আবেদন ফর্ম টি ওপেন করুন।

৩। আবেদন ফর্মে উল্লেখিত তথ্য প্রদান করুন (বাংলায়)

দিয়ে লগইন করুন তারপর জমাকৃত আবেদন সমূহ তে ক্লিক করুন আবার বিল পরিশোধে করুন এরপর নির্ধারিত ফর্মে আপনার লেনদেনের তথ্য নিশ্চিত করুন ব্যাংক সিল সম্বলিত ডিপোজিট স্লিপ এর ছবি আপলোড করুন।

এরপর ডিপোজিট স্লিপের তথ্য যাচাইয়ের পর আপনার আবেদন টি গ্রহণ করা হবে এবং আবেদন এর তথ্য আপনার ইমেইলে স্বয়ংক্রিয় ভাবে চলে যাবে।

বি.দ্রঃ

১। অনলাইনে আবেদনের পর ফায়ার সার্ভিস দপ্তরে আসার অথবা কাগজে আবেদন উপস্থাপনের কোন প্রয়োজন নেই।

২। ট্রেনিং শেষে পরবর্তীতে আপনার সার্টিফিকেট অনলাইনে সংগ্রহ এবং ভেরিফিকেশন করতে পারবেন।

৩। একটি একাউন্ট থেকে একাধিকবার আবেদন করা যাবে।

৪। S.M.S এর মাধ্যমে বার্তা প্রদান চালু করা হবে।

৫। একটি মোবাইল নাম্বার এবং ইমেইল আইডির বিপরীতে শুধুমাত্র একটি একাউন্ট যাবে কিন্তু একাধিক আবেদন করা যাবে।

৬। নতুন তথ্য এবং ব্যবহারবিধি পেতে fsc.fireservice.gov.bd তে প্রদর্শিত নিয়মাবলী অনুসরণ করুন।

.

আপনি Attachment এর জন্য Documents গুলো Iamge / JPG আকারে করবেন !!!!!!!!!!

.

.

কিভাবে Fire Training – 18 % workers এর জন্য FSCD (Fire Service and Civil Defense) আবেদন করতে হয়?

Get 30% off your first purchase

X
error: Content is protected !!