৭৫। নিরাপত্তা বিষয়ে অনুপূরক বিধি। (১) কোন প্রতিষ্ঠানের মালিক উহাতে নিযুক্ত শ্রমিকগণের নিরাপত্তা নিশ্চিত করিতে এবং ধারা ৮৮ এর দফা (ক) এর উদ্দেশ্য পূরণকল্পে –
(ক) মহাপরিদর্শক কর্তৃক ঘোষিত কর্তৃপক্ষের মাধ্যমে প্রতি বৎসর অন্যূন একবার কর্মক্ষেত্রের ঝুঁকি নিরূপণ করিবেন এবং সংশ্লিষ্ট মহাপরিদর্শককে অবহিত করিবেন; এলাকার উপ-মহাপরিদর্শককে অবহিত কারিবেন।
(খ) নিরূপিত কর্মক্ষেত্রের ঝুঁকি প্রতিকারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবেন এবং বৎসর শেষ হইবার ৩০ (ত্রিশ) দিন পূর্বে সংশ্লিষ্ট এলাকার উপ- মহাপরিদর্শককে অবহিত করিবেন।
(২) প্রাঙ্গন, যানবাহন, জাহাজ, নদী ও সমুদ্র বন্দরের মালামাল উঠাইবার- নামাইবার কাজ, ভবন, সেতু এবং অন্যান্য স্থাপনা নির্মাণ ও ভাঙিবার ক্ষেত্রে শ্রমিকের পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে তফসিল-৩ অনুসরণ করিতে হইবে।
Evden eve nakliyat firmaları arasında en iyi deneyim! Her aşamada titiz ve profesyonel bir hizmet sundular. Hiçbir sorun yaşamadım, gönül rahatlığıyla öneriyorum.
KARAKAR Web Tasarım ve Yazılım Ajansı | Google geeft de voorkeur aan goed geoptimaliseerde websites. Een sterke SEO-strategie verhoogt de zichtbaarheid en rankings.