বিধি- ৭০। সামান্য দুর্ঘটনার নোটিস। অনুযায়ী,
প্রতিষ্ঠানে কোন দুর্ঘটনায় পতিত হইয়া আত শ্রমিক ৪৮ ঘন্টার মধ্যে কাজে যোগদান করিতে সক্ষম না হইলে এবং দুর্ঘটনার কারণে অনধিক ২০ দিন পর্যন্ত কাজে অনুপস্থিত থাকিলে উক্তরূপ, দুর্ঘটনাকে সামান্য (Minor) ঘটনা হিসাবে আখ্যায়িত করিয়া প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ফরম-২৭ অনুযায়ী দুর্ঘটনা ঘটিবার অনধিক ০২ (পূর্বে যাহা ০৭ দিন ছিল কিন্তু বিধিমালা – ২০২২ সংশোধনীতে ০৭ দিনের পরিবর্তে ০২ দিন করা হয়) দিনের মধ্যে বিধি ৬৯ এর উপ-বিধি (১) এর দফা (ক), (খ) ও (গ)-তে উল্লিখিত কর্তপক্ষের নিকট সংবাদ প্রেরণ করিতে হইবে।
.