প্রশ্নঃ বিদ্যুৎ লাইসেন্স কত ধরনের এবং বৃত্তান্ত কি ?

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

উত্তরঃ সর্বপ্রথম ১৯১০ সালে ব্রিটিশ সরকার কর্তৃক বিদুৎ আইন প্রনয়ন করা হয় এবং উক্ত আইনের মাধ্যেমেই দীর্ঘ ১০৮ বছর পরে ২০১৮ সালে নতুন করে বিদুৎ আইন ২০১৮ প্রকাশ পায় এবং পরবর্তী তে উক্ত বিদুৎ আইন ২০১৮ এর অধিকতর সংশোধনের লক্ষে বিদুৎ বিধিমালা ২০২০ এবং বিদুৎ বিধিমালা ২০২২ প্রকাশ পায় ।

বিদুৎ বিধিমালা ২০২২ এর তৃতীয় অধ্যায় (লাইসেন্সের ধরন, পরীক্ষা গ্রহণ, লাইসেন্স ইস্যু, ইত্যাদি) এর বিধি ০৮( লাইসেন্সের ধরন) এ বলা হয়েছে

(১) ইলেকট্রিশিয়ান লাইসেন্স বা বৈদ্যুতিক সুপারভাইজার লাইসেন্স বা বৈদ্যুতিক ঠিকাদারি লাইসেন্স তিন ধরনের হইবে, যথা:-

(ক) নিম্ন চাপের জন্য সি-শ্রেণি:

(খ) মধ্যম চাপের জন্য বি-শ্রেণি; এবং

(গ) উচ্চ ও অতি উচ্চ চাপের জন্য এ-শ্রেণি।

(২) কোনো ব্যক্তি ‘সি’ বা “বিসি’ বা ‘বি’ বা ‘এ’ বা ‘এবি’ বা ‘এবিসি’ শ্রেণির জন্য আবেদন করিতে পারিবে: I

তবে শর্ত থাকে যে, ‘বি’ বা ‘এবি’-শ্রেণির আবেদনের জন্য ‘সি’-শ্রেণি এবং ‘এ’-শ্রেণির আবেদনের জন্য ‘বিসি’-শ্রেণির লাইসেন্স প্রাপ্ত হইতে হইবে ।

তবে উক্ত তিন ক্যাটাগরীর লাইসেন্স বে নিম্মোক্ত ভাবে নির্ধারিত করা হয়েছে।

  1. A ক্যাটাগরি- হাই রেন্জ ( 440 voltage থেকে high range- এর কাজ)
  2. B ক্যাটাগরি- মধ্যম রেন্জ (220-440 voltage এর কাজ)
  1. C ক্যাটাগরি- নিম্ন রেন্জ (up to 220 voltage এর কাজ)

আরেকটু পরিষ্কার করে বললে-

• C ক্যাটাগরিতে আছে বেসিক ইলেকট্রিক কাজ। যেমন- হাউজ ওয়্যারিং।

• B ক্যাটাগরিতে আছে বেসিক ইলেকট্রিক সহ ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলের কাজ। যেমন- মোটর।

• A ক্যাটাগরিতে B এবং C ক্যাটাগরির কাজ সহ ওভারহেড লাইনের কাজ ( সাব স্টেশন, ট্রান্সফর্মার, ম্যাগনেটিক কন্ট্যাক্ট ও অন্তর্ভুক্ত।

এক একটি লাইসেন্সের অধীনে চাইলে যে কোন একটি অথবা একসাথে সবগুলো ক্যাটাগরিতে আবেদন করা যায়। তবে C বাদ দিয়ে B বা B বাদ দিয়ে A নেওয়া সম্ভব না ।

.

.

.

বিদ্যুৎ আইন ও বিধি সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন এবং উত্তর – মুল Menu তে ফিরে যেতে ক্লিক করুন

Electrical / Electricity মুল Menu তে ফিরে যেতে ক্লিক করুন

Maintenance & Electrical মুল Menu তে ফিরে যেতে ক্লিক করুন

68 thoughts on “প্রশ্নঃ বিদ্যুৎ লাইসেন্স কত ধরনের এবং বৃত্তান্ত কি ?

  1. taya777 login [url=http://taya777.icu/#]taya777 register login[/url] Cashless gaming options are becoming popular.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get 30% off your first purchase

X
error: Content is protected !!