*** অপসারন কি ?
উত্তরঃ ধারা ২৩ অনুযায়ী , অসাদরচনের জন্য কোন শ্রমিককে বরখাস্তকরন।
***** অপসারন কিভাবে করা হয়?
উত্তরঃ ধারা ২৩ ও ধারা ২৪ অনুযায়ী ।
****** অপসারনের জন্য শ্রমিকের ক্ষতিপূরন কি?
উত্তরঃ ধারা ২৩ (৩) অনুযায়ী ,
২৩(৩) উপ-ধারা ২৩(২) (ক) এর অধীন অপসারিত কোন শ্রমিককে, যদি তাহার অবিচ্ছিন্ন চাকুরীর মেয়াদ অন্যুন এক বৎসর হয়, মালিক ক্ষতিপূরণ বাবদ প্রত্যেক সম্পুর্ণ চাকুরী বৎসরের জন্য ১৫ দিনের মজুরী প্রদান করিবেন: তবে শর্ত থাকে যে, কোন শ্রমিককে উপ-ধারা (৪) (খ) ও (ছ) এর অধীন অসদাচরণের জন্য বরখাস্ত করা হইলে তিনি কোন ক্ষতিপূরণ পাইবেন না। তবে এইরূপ ক্ষেত্রে সংশ্লিষ্ট শ্রমিক তাহার অন্যান্য আইনানুগ পাওনাদি যথা নিয়মে পাইবেন।
.
HR Question and answer – Menu তে ফিরে যেতে , HR (Human Resource) – Main menu তে ফিরে যেতে , Final Settlement এ ফিরে যেতে , Final Settlement জন্য প্রয়োজনীয় সকল calculation একই সাথে পেতে