Answer: আমাদের দেশের প্রায় ৯৫% প্রতিষ্ঠানে শিক্ষাধীনতা ব্যবস্থা চালু নেই কিন্তু বাংলাদেশ শ্রম আইনের ১৮তম অধ্যায়ের ধারা-২৭৪ এ বলা আছেঃ
“এই অধ্যায় এমন কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হইবে যাহা দুই বৎসর অধিককাল যৎবত চালু আছে,
যাহাতে সাধারণতঃ অন্যুন পঞ্চাশ জন শ্রমিক নিযুক্ত আছেন।”
একটু লক্ষ্য করুন উপরে দুটি র্শত দেয়া আছেঃ
১. প্রতিষ্ঠানটি যদি দুই বছর চালু থাকে এবং
২. যদি ৫০ জন কর্মী উক্ত প্রতিষ্ঠানে নিযুক্ত থাকেন।
এই দুটি শর্ত পূর্ন করে বাংলাদেশের যত প্রতিষ্ঠান চালু আছে, এমন প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে শিক্ষাধীনতা চালু করতে হবে।
একজন ব্যক্তিকে শিক্ষাধীন হিসাবে নিয়োগের পূর্বে তার সাথে ফরম-৭০ অনুযায়ী চুক্তি করতে হবে।
চুক্তির একটি কপি সরকারকে প্রদান করতে হবে এবং বিধি-৩৩৩ অনুযায়ী প্রত্যেক প্রতিষ্ঠানকে শিক্ষাধীনতা নীতিমালার অনুমোদন গ্রহন করতে হবে সরকারের নিকট থেকে।
.
Collected