The article Collected from Khandaker T Ahmed sir
Answer : আপনি চোখ বন্ধ করে বলে দিতে পারেন যে সুদ দিতে হবে কারন বাংলাদেশ শ্রম বিধিমালার বিধি-২৬৬(৪) অনুযায়ী সুদ দিতে হবে।
কিন্ত সুদ শতকরা কত টাকা দিতে হবে।একটা ভাল এবং খুশির খবর হল এই যে আপনাকে শতকরা হিসাব কোন সুদ দিতে হবে না।
তাহলে সুদ কিভাবে নিধারিত হবে?
সুমন ১০০০০ টাকা ঋন নিলেন এবার তিনি ১০ চেয়ারম্যানকে জানালেন যে তিনি ১০ টি কিস্তিতে সম্পূর্ন টাকা ফেরত দিবেন।
তাহলে ১০০০০/১০=১০০০ টাকা।
এখানে লক্ষ্য করার বিষয় হল যে কর্মীকে কিস্তি দিতে হবে ১১টা কারন মোট কিস্তির উপরে যে একটি কিস্তি বেশি দেয়া হবে সেটাই হল “সুদ”.
তবে লক্ষ্য করার বিষয় হল যে কিস্তির পরিমান যত বাড়বে সুদের পরিমান কমবে এবং ঋনের টাকা সর্বোচ্চ ৬০টি কিস্তিতে দেয়া যাবে।
তবে ঋন আদায়ের ক্ষেএে কোন কর্মীর মূল বেতনের এক তৃতীয় অংশের বেশি প্রতি মাসে কর্তন করা যাবে না।
.
Question: প্রভিডেন্ট ফান্ডের জন্য কতগুলো ব্যাংক একাউন্ট লাগবে?
Question: প্রভিডেন্ট ফান্ডের সদস্যপদ কে পাবে না?
Question: প্রভিডেন্ট ফান্ডে মালিকের অংশ কর্মী কখন নিয়ে যেতে পারেন ?