Answer : বাংলাদেশ শ্রম আইনের সজ্ঞাসমুহে পালা এবং রিলে সম্পর্কে বলা আছে । আসুন প্রথমে সজ্ঞাসমুহ ভালো করে দেখে নিই।
ধারা ২ (২৯) অনুয়ায়ী পালা বলিতে বুঝায় , যে ক্ষেত্রে একই প্রকারের কাজ দিনের বিভিন্ন সময়ে দুই বা ততোধিক শ্রমিকদল দ্বারা সম্পাদিত হয় সে ক্ষেত্রে উক্তরূপ প্রত্যেক সময়।
এবং ধারা ২ (৫৩) অনুয়ায়ী রিলে বলিতে বুঝায় , যে ক্ষেত্রে একই প্রকারের কাজ দিনের বিভিন্ন সময়ে দুই বা ততোধিক শ্রমিক দল দ্বারা সম্পাদিত হয় সে ক্ষেত্রে, উক্তরূপ প্রত্যেক দল।
উপরোক্ত সজ্ঞা গুলো পড়ে পার্থক্যটা কি বুঝতে পেরেছেন ??????
আসুন ব্যাখ্যা করি !!!
পালা এবং রিলে এর মধ্যে মুল পার্থক্য হল সময় এবং দল নিয়ে । মানে হল পালা বলিতে বুঝাবে প্রত্যেক সময় ও রিলে বলিতে বুঝাবে ঔই সময়ে কাজ করা প্রত্যেক দল ।