Answer :
যেকোন আইন বা বিধিতে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে লেখা হয়ে থাকে এবং প্রত্যেকটি বিষয়কে আলাদাভাবে ক্রমিক সংখ্যা দিয়ে সাজানো থাকে।
আর আইনের প্রত্যেকটি ক্রমিক সংখ্যাকে বাংলায় “ধারা” বলে আর ইংরেজিতে section বলে।কিন্ত বিধিতে যে ক্রমিক সংখ্যা ব্যবহার করা হয় তাকে বলা হয় “বিধি” আর ইংরেজিতে Rules বলে;
সত্য কথা বলতে কি অনেকেই আছেন যারা আইনে ব্যবহারিত ক্রমিক সংখ্যাকে ধারা বলেন আবার বিধিতে ব্যবহারিত ক্রমিক সংখ্যাকে ও বলেন “ধারা”!!!!! বিধিতে ব্যবহারিত ক্রমিক সংখ্যাকে ধারা (section) বলা যাবে না।
আশা করা যায় যে এই লেখাটা পড়ার আগে পর্যন্ত যে ভুল করেছেন সেটা আপনার শেষ ভুল ছিল।
এরপর যেটা করবেন সেটা জেনে করবেন আর আগে যেটা করেছেন সেটা না জেনে।
Collected by Khandakar T Ahmed