Answer:
গার্মেন্টস কোম্পানি খোলার আগে কি ধরনের কাজের জন্য গার্মেন্টস করবেন সেটা জরুরী। আমাদের দেশে সাধারনত দুই ধরনের গার্মেন্টস আছে। ১। ওভেন গার্মেন্টস যা শার্ট প্যান্ট ইত্যাদি তৈরী করে, ২। নীট গার্মেন্টস যা টি শার্ট বা সোয়েটার ইত্যাদি তৈরী করে। এছাড়া স্পেশালাইজড গার্মেন্টস যেমন আন্ডার গার্মেন্টস, স্যুট ইত্যাদি তৈরি করে। গার্মেন্টস এর ধরনের উপর ডকুমেন্টেসন ও আলাদা হয়। তাই শুরুতে সিদ্ধান্ত নিন কি ধরনের গার্মেন্টস করবেন। যাই হোক এবার আসি শুরুতে কি কি ডকুমেন্টস দরকার হবে ।
ডকুমেন্টস : ১। ট্রেড লাইসেন্স, ২। সার্টিফিকেট অব ইনকরপরেসন, ৩। টিন, বিন, ৪। পরিবেশ ছাড়পত্র, ৫। ফায়ার এন্ড সিভিল ডিফেন্স, ৬। ব্যাংক একাউন্ট, ৭। বিজিএমইএ / বিকেএমইএ সদস্য ৮। বন্ড লাইসেন্স, ৯। বয়লার লাইসেন্স ইত্যাদি
ধাপগুলো : প্রথমে যেখানে গার্মেন্টস করবেন জায়গা নির্বাচন করুন। ধরে নিলাম আপনার নিজের জায়গা। কোন একটা প্রফেশনালকে দিয়ে যে গার্মেন্টস করবেন তার মেশিনারিজ নির্বাচন করুন। মেশিনগুলোর জন্য যে স্হাপনা প্রয়োজন তার একটি লে আউট ডিজাইন করে নিন। এবার স্হাপনা বানাতে থাকুন আর ডকুমেন্টস তৈরীতে হাত দিন। ১,২,৩,৬ ও ৭ সহজে পেয়ে যাবেন কিন্তু ৪,৫,৮,৯ প্রথমে প্রভিশনাল পাবেন, গার্মেন্টস চালু হয়ে গেলে ফাইনাল লাইসেন্স পাবেন।
Collected
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.