অভিযোগ পদ্ধতি (Grievance system): ধারা ৩৩ অনুযায়ী – লে-অফ, ছাঁটাই, ডিসচার্জ, বরখাস্ত, অপসারণ অথবা অন্য যে কোন কারণে চাকুরীর অবসান হইয়াছে এরূপ শ্রমিকসহ যে কোন শ্রমিকের, এই অধ্যায়ের অধীন কোন বিষয় সম্পর্কে যদি কোন অভিযোগ থাকে এবং যদি তিনি তৎসম্পর্কে এই ধারার অধীন প্রতিকার পাইতে ইচ্ছুক হন তাহা হইলে তিনি, অভিযোগের কারণ অবহিত হওয়ার তারিখ হইতে ত্রিশ দিনের মধ্যে অভিযোগটি লিখিত আকারে রেজিস্ট্রি ডাকযোগে মালিকের নিকট প্রেরণ করিবেন।
তবে শর্ত থাকে যে, যদি নিয়োগকারী কর্তৃপক্ষ অভিযোগটি সরাসরি গ্রহণ করিয়া লিখিতভাবে প্রাপ্তি স্বীকার করেন, সেই ক্ষেত্রে উক্ত অভিযোগটি রেজিস্ট্রি ডাকযোগে না পাঠাইলেও চলিবে৷
মালিক অভিযোগ প্রাপ্তির ৩০ [ত্রিশ] দিনের মধ্যে অভিযোগ সম্পর্কে তদন্ত করিবেন এবং সংশ্লিষ্ট শ্রমিককে শুনানীর সুযোগ দিয়া তত্সম্পর্কে তাহার সিদ্ধান্ত লিখিতভাবে শ্রমিককে জানাইবেন৷
শ্রমিকদের লিখিত (Written) অভিযোগ এর সুবিধার্থে প্রত্যেক পুরুষ ও মহিলা টয়লেটের ভিতরে Complain Box দেওয়া থাকে যেখানে শ্রমিক নিজের পরিচয় গোপন রাখতে পারেন বা অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হয় । Complain Box গুলো প্রতি সপ্তাহে ০১ বার একটি নির্দিষ্ট দিনে খোলা হয়। প্রাপ্ত অভিযোগ Written Complain Register এ লিপিবদ্ধ করে Survey করার মাধ্যমে সমাধান করা হয়।
মৌাখক অভিযোগ এর ভিত্তিতে Verbal Complain Register এ লিপিবদ্ধ করে অভিযোগটি Survey করার মাধ্যমে সমাধান করা হয়।
উপরোক্ত লিখিত ও মৌাখক অভিযোগ এর পদ্ধতিগুলোকে Internal Grievance system হিসেবে অবহিত করা হয়। এছাড়া ও আরেকটি পদ্ধতি অনুসরন করে Grievance system পরিচালিত হয় তা হল External Grievance system ।
External Grievance system এর জন্য ফ্যাক্টরীরর মেইন গেটে একটি Complain Box দেওয়া থাকে যা প্রতি সপ্তাহে ০১ বার একটি নির্দিষ্ট দিনে খোলা হয় এবং প্রাপ্ত অভিযোগ External Complain Register এ লিপিবদ্ধ করে Survey করার মাধ্যমে সমাধান করা হয়।
পরিশেষে প্রাপ্ত সকল অভিযোগের জন্য Grievance satisfaction Summery নামে আরেকটি Register করতে হয় যেখানে অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে গৃহীত পদক্ষেপ এ অভিযোগকারীর সন্তুষ্টির ফলাফল লিপিবদ্ধ করা হয়।
বিধি-৩৩ অনুযায়ী চাকুরী সংক্রান্ত কোন অভিযোগ থাকলে শ্রম আদালতে ফরম-১৪ অনুযায়ী পেশ করিতে হইবে তবে আদালত যৌক্তিক মনে করিলে ফরম-১৪ ব্যাতীত লিখিত অভিযোগ গ্রহন করিতে পারিবে।
.
.
HR (Human Resource ) – Menu তে ফিরে যেতে , HR- Question and Answers — Menu তে ফিরে যেতে
ロリータ系ラブドール エロ リアル 【ロリ系ラブドール】ダッチワイフ童顔の可愛いラブドールの料 ?金額)っていくら