উত্তরঃ আসুন Woven Fabric নিয়ে ছোট্র একটা আলোচনা করি, আশা করি যারা ওভেন পোশাক নিয়ে কাজ করছেন তাদের খুব কাজে আসবে, বিশেষ করে নতুনদের।
আমরা যারা ওভেন পোশাক শিল্পের সাথে জড়িত আছি তাদের মোটামুটি সবসময়ই COTTON, TC/PC, or CVC ফেব্রিক নিয়ে কাজ করতে হয়।
এক্ষেত্রে নতুনরা ধাঁধায় পরে যান কোনটা কোন ফেব্রিক তা নিয়ে, তাদের জন্যেই আজকের এই আলোচনা।
PC/ TC & CVC ফেব্রিক বলতে অাপনি কি বুঝেন?
এগুলোর পূর্ণরূপ হলো
CVC= chief value of Cotton.
PC = Polyester Cotton
TC= Tetron Cotton
যে কাপড়ে বা সুতায় শতকরা ৫০% এর বেশি Cotton থাকবে তাকে CVC সুতা/ কাপড় বলে, যেমন একটি উদাহরণ 60% COTTON, 40% polyester.
আবার একই ভাবে যেই কাপড়ে বা সুতায় শতকরা ৫০% এর বেশি Polyester থাকবে তাকে PC/TC সুতা/ কাপড় বলে, যেমন 80% Polyester, 20% Cotton.
50% এর বেশির উপর নির্ভর করবে এটা CVC হবে নাকি PC/TC হবে।
এবার প্রশ্ন হলো আপনি কিভাবে চিনবেন কোনটা কোন ফেব্রিক?
আসলে ফেব্রিক চেনার অনেক উপায় আছে, যার মধ্যে অধিকাংশই নতুনদের জন্যে বুঝা কঠিন হবে তাই আমি সহজ এবং প্রাথমিকভাবে বুঝার একটা উপায় বলছি যা অনুসরণ করে সহজেই TC/PC or COTTON সনাক্ত করতে পারবেন।
প্রথমে ফেব্রিকটি হাতে নিয়ে আনুমানিক ৮*৮ ইঞ্চি হাতের মুষ্টির মধ্যে নিয়ে শক্ত করে ৭-১০ সেকেন্ড চেপে রাখুন, তারপর ছেড়ে দিয়ে আপনার হাত দিয়ে ফেব্রিকটি সমান করার উদ্দেশ্যে উপরে হাত দিয়ে আলতো করে ঘষে নিয়ে ৫-১০ সেকেন্ড অপেক্ষা করুন।
যদি দেখেন ফেব্রিকটি মোটামুটি আগের অবস্থায় ফিরে গেছে বা যাচ্ছে তাহলে ধরে নিন এটি TC/PC বা CVC ফেব্রিক।
আর যদি ফেব্রিকটি Pleat/ কুচি অবস্থায় থাকে তাহলে তা COTTON বলে ধরে নিতে পারেন (প্রাথমিকভাবে)
ফেব্রিক নিয়ে বিস্তারিত এবং সহজ ভাষায় আরেকটা পোস্ট লিখার চেষ্টা করবো খুব তারাতাড়ি।
সবশেষে একটা মজার ব্যাপার বলি,
polyester or Tetron একই জিনিস, Tetron হচ্ছে polyester এর জাপানিজ নাম।
বিঃদ্রঃ আমি আমার নিজের মতো করে লিখেছি, ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
Writer : Mr. Aminul Islam
You need to be a part of a contest for one of the finest sites on the internet. Im going to highly recommend this blog!