২১৮৷ (১) এই আইনের উদ্দেশ্যে, বাংলাদেশে একটি শ্রম আপীল ট্রাইব্যুনাল থাকিবে, যাহা একজন চেয়ারম্যান সমন্বয়ে গঠিত হইবে, অথবা সরকার উপযুক্ত বিবেচনা করিলে একজন চেয়ারম্যান এবং সরকার কর্তৃক নির্ধারিত সংখ্যক সদস্য সমন্বয়ে গঠিত হইবে৷
(২) ট্রাইব্যুনালের চেয়ারম্যান এবং সদস্যগণ, যদি থাকেন, সরকার কর্তৃক, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, নিযুক্ত হইবেন এবং তাহাদের চাকুরীর শর্তাবলী সরকার কর্তৃক নির্ধারিত হইবে৷
(৩) ট্রাইব্যুনালের চেয়ারম্যান সুপ্রিমকোর্টের কর্মরত অথবা অবসরপ্রাপ্ত বিচারক অথবা অতিরিক্ত বিচারক হইবেন, এবং উহার কোন সদস্য সুপ্রিমকোর্টের কর্মরত অথবা অবসরপ্রাপ্ত বিচারক অথবা অতিরিক্ত বিচারক হইবেন; অথবা অন্যুন তিন বত্সর কর্মরত আছেন বা ছিলেন এমন কোন জেলা জজ হইবেন৷
(৪) যদি চেয়ারম্যান কোন কারণে অনুপস্থিত থাকেন বা তাহার কার্যসম্পাদনে অপারগ হন, তাহা হইলে সদস্যগণ যদি থাকেন, এর মধ্যে যিনি জ্যেষ্ঠ তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করিবেন৷
(৫) যে ক্ষেত্রে ট্রাইব্যুনালের কোন সদস্য নিযুক্ত থাকেন সে ক্ষেত্রে চেয়ারম্যান, আদালতের কার্য সুচারুরূপে সম্পন্ন করিবার জন্য, প্রয়োজনীয় সংখ্যক বেঞ্চ গঠন করিতে পারিবেন, এবং উক্তরূপ বেঞ্চ এক বা একাধিক সদস্য সমন্বয়ে অথবা চেয়ারম্যান এবং এক বা একাধিক সদস্য সমন্বয়ে গঠন করা যাইবে৷
(৬) ট্রাইব্যুনালে বিচারাধীন বা বিবেচ্য কোন আপীল বা বিষয়ের শুনানী এবং নিষ্পত্তি পূর্ণ আদালতে হইতে পারিবে অথবা উহার কোন বেঞ্চেও হইতে পারিবে৷
(৭) এই আইন সাপেক্ষে, মূল ডিক্রীর বিরুদ্ধে আপীল শুনানীর জন্য কোন আপীল আদালত দেওয়ানী কার্যবিধিতে বর্ণিত যে কার্যক্রম অনুসরণ করে, ট্রাইব্যুনাল, যতদূর সম্ভব, উক্ত কার্যক্রম অনুসরণ করিবে৷
(৮) যদি কোন বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে বেঞ্চের সদস্যগণের মধ্যে মত পার্থক্য দেখা যায়, তাহা হইলে-
(ক) বিষয়টি সংখ্যাগরিষ্ঠ সদস্যের, যদি থাকে, অভিমত অনুযায়ী নিষ্পত্তি করা হইবে, এবং
(খ) যদি বেঞ্চের সদস্যগণ সমানভাবে বিভক্ত হন, তাহা হইলে তাহারা তাহাদের অভিমত ব্যক্ত করিয়া তর্কিত বিষয়ের উপরে শুনানীর জন্য বিষয়টি চেয়ারম্যানের নিকট প্রেরণ করিবেন এবং চেয়ারম্যান, যদি তিনি উক্ত বেঞ্চের সদস্য না হন, তাহা হইলে স্বয়ং বিষয়টির উপর শুনানী গ্রহণ করিতে পারিবেন অথবা বিষয়টি শুনানীর জন্য এক বা একাধিক সদস্য সমন্বয়ে গঠিত অন্য কোন বেঞ্চের নিকট প্রেরণ করিতে পারিবেন, এবং চেয়ারম্যান অথবা উক্তরূপ নতুন গঠিত বেঞ্চের সদস্য বা সদস্যগণের সংখ্যাগরিষ্ঠ মতানুযায়ী বিষয়টির নিষ্পত্তি হইবে৷
(৯) যে ক্ষেত্রে কোন বেঞ্চ চেয়ারম্যান এবং কোন সদস্য সমন্বয়ে গঠিত হয় এবং উহার সদস্যগণের মধ্যে কোন বিষয়ে মত পার্থক্য দেখা দেয় এবং সদস্যগণ এই ব্যাপারে সমানভাবে বিভক্ত হন, সে ক্ষেত্রে উক্ত বিষয় সম্বন্ধে চেয়ারম্যানের সিদ্ধান্তই প্রাধান্য পাইবে এবং বেঞ্চের সিদ্ধান্ত চেয়ারম্যানের অভিমত মোতাবেক প্রকাশ করা হইবে৷
(১০) ট্রাইব্যুনাল আপীলে শ্রম আদালতের কোন রায়, সিদ্ধান্ত, রোয়েদাদ বা দণ্ডাদেশ বহাল রাখিতে, সংশোধন বা পরিবর্তন করিতে বা বাতিল করিতে পারিবে অথবা মামলাটি পুনরায় শুনানীর জন্য শ্রম আদালতে ফেরত পাঠাইতে পারিবে; এবং অন্যত্র ভিন্নরূপ কিছু না থাকিলে, ট্রাইব্যুনাল এই আইনের অধীন প্রদত্ত শ্রম আদালতের সকল ক্ষমতাও প্রয়োগ করিবে৷
(১১) ট্রাইব্যুনালের রায় আপিল দায়ের করিবার ৬০(ষাট) দিনের মধ্যে প্রদান করা হইবে।
(১১ক) উপ-ধারা (১১) এর বিধান সত্ত্বেও, ৬০ (ষাট) দিনের নির্ধারিত সময়সীমার মধ্যে রায় প্রদান করা সম্ভব না হইলে, উপযুক্ত কারণ লিপিবদ্ধ করিয়া ট্রাইব্যুনাল পরবর্তী ৯০ (নববই) দিনের মধ্যে রায় প্রদান করিতে পারিবে।]
(১২) ট্রাইব্যুনাল উহার অথবা কোন শ্রম আদালতের অবমাননার জন্য শাস্তি দিতে পারিবে, যেন উহা সুপ্রীমকোর্টের একটি হাইকোর্ট বিভাগ৷
(১৩) ট্রাইব্যুনাল যদি উপ-ধারা (১২) এর অধীন কোন ব্যক্তিকে জেলের আদেশ দেয়া অথবা দুইশত টাকার অধিক জরিমানা করে, তাহা হইলে উক্ত শাস্তিপ্রাপ্ত ব্যক্তি হাইকোর্ট বিভাগে আপীল দায়ের করিতে পারিবেন৷
(১৪) ট্রাইব্যুনাল স্বইচ্ছায় অথবা কোন পক্ষের দরখাস্তের পরিপ্রেক্ষিতে কোন মামলা এক শ্রম আদালত হইতে অন্য শ্রম আদালতে হস্তান্তর করিতে পারিবে৷
(১৫) সকল শ্রম আদালতের উপর ট্রাইব্যুনালের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ ক্ষমতা থাকিবে৷
After the meeting,exhausted and dispirited,ラブドール と は
Hey there! Quick question that’s totally off topic.
Do you know how to make your site mobile friendly? My blog looks weird when browsing from my iphone.
I’m trying to find a theme or plugin that might be able to fix this problem.
If you have any suggestions, please share. Cheers!
When someone writes an piece of writing he/she retains the plan of
a user in his/her brain that how a user can be aware of it.
So that’s why this paragraph is outstdanding. Thanks!
I just could not depart your web site prior to suggesting that I
really enjoyed the usual information a person provide in your guests?
Is gonna be again ceaselessly to check up on new posts
Hi there mates, how is everything, and what you would like
to say concerning this article, in my view its
actually remarkable in favor of me.
Instead, they represent a sophisticated fusion of technology,オナニー ドール artistry, and customer-centric design,
This article delves into an examination of their primary finger options: the Normal Finger, 人形 えろArticulate Finger, and the Hand Palm & Wrist Joint, exploring their distinct characteristics and uses.
リアル エロ” “a tray of eye-wateringly large penises in various states of completion,” and AI interfaces that need a human to charm them before they warm up,
His verdict shockingly far,リアル エロbut perhaps never far enough for those eager to use it to create a world free of secrets.
You could definitely see your skills in the work you write.
The world hopes for even more passionate writers like you who aren’t afraid to say
how they believe. At all times follow your heart.
Very nice post. I just stumbled upon your weblog and wished
to say that I have really enjoyed surfing around your blog
posts. In any case I’ll be subscribing to your rss
feed and I hope you write again very soon!
Hey I know this is off topic but I was wondering if you knew of
any widgets I could add to my blog that automatically
tweet my newest twitter updates. I’ve been looking for
a plug-in like this for quite some time and was hoping maybe you would have some experience with something
like this. Please let me know if you run into anything.
I truly enjoy reading your blog and I look forward to your new updates.
Keep your eyes peeled for when Mei finds a physician to graft 初音 ミク ラブドールa horse penis onto his individual appendage.
joint pains,ラブドールand coughs,
they are also becoming more mainstream through various websites and social media.Digital platforms have opened up a whole new market for sex doll retailers,オナホドール
えろ 人形further disconnecting you from your authentic self.If you recognize these signs in your relationship,
the leadership that the best teachers or coaches wield so masterfullybased on a teacher-student dynamic is fundamentally different from the leadership that the best bosses can demonstrate at work,ラブドール と はwhich should be based on an adult-adult relationship.
drama,music,高級 ラブドール
The production of these dolls often mirrors ラブドール sexand sometimes exaggerates societal standards of beauty
マガこれでしか味わえない「マジ肌」は手に吸い付くような、オナドール本物の肌の質感が魅力です。
Why you’ll love it: Situated face to face,you’ll be able to stare deeply into your partner’s eyes and kiss them to your heart’s content.エロ 人形
This duality highlights the need for balanced and ラブドール オナニーinformed perspectives on the psychological impact of sex dolls.
高級 ラブドールObsessive-Compulsive Disorder Autistic Spectrum DisorderASD,Attention Deficit Hyperactivity DisorderADHD,
Dogs,especially,ラブドール 中古
Dogs and cats are great sources of comfort and companionship.ラブドール 画像However,
consider buying from a reputable seller.TPE is An ultra-realistic rubber-like Medical Grade material.ラブドール メーカー
ダッチワイフ エロThe more we study sentience among nonhuman animalsanimals the more species are added to the sentience arena—the biodiversity of sentience is forever growing—and ethical questions about pain and suffering in many different animals,including insects,
it’s about fostering a connection with an entity that mirrors the essence of a real woman. High-quality sex dolls
Sex dolls can help to educate people about consent and healthyセックス ボット relationships by providing a safe and controlled environment for individuals to
it is only fitting that we shoot for perfection in order to make our guests’ experiences memorable,ランジェリー エロ” he tells T+L.
” All of the dogs looked impossibly (im-paw-sibly?) adorable in their outfits,and the photos are absolutely worth taking a minute (or 20) to peruse.t バック
オナホ おすすめbut it’s likely not too early to start talking to your kids about sex.Based on our research,
オナホ16When focusing on children,the goals are to increase their knowledge and use of strategies that prevent victimization and to create an empowering atmosphere that leads to increased disclosure rates.
ラブドール エロor flaws are revealed.If you are dating someone new,
ラブドール 中古saliva,and body odor,
such as flirting,kissing,オナホ おすすめ
オナホ おすすめTry a 3-step process for talkingHere’s how:Ask your child what they already know.Add new information or explain things at the right level for your child.
Though it may seem pointless to others,it’s actually part of a well-honed process they use to slowly master controlling others; by the time you realize it’s been happening to you,ダッチワイフ
when appropriate,ラブドール エロto change the world,
ラブドール エロMany children of narcissists spend their lives seeking affirmation that never comes,without realizing that their parents are incapable of giving it.
セックス ロボットBy alternating praise and forms of abuse,narcissists foster dependency and even reliance in others.
or underlying or unconscious thoughts or narratives (like feelings of shame) that might be impacting your current sexual health.人形 エロIt’s important to know that sex therapy and medical help will work in conjunction when needed.
リアル ドールBetter indicators of whether or not girls were having sex were their employment and school status.Girls who were not attending school were 14.
ラブドール 無 修正you’ll face that reason constantly,but you’ll get used to it.
Many years ago,explorers used hollowed out watermelons to carry water onboard their ships.高級 ラブドール
えろ 人形and many of the top-nominated films hit theaters this month! Grab your friends and family and go see The Post starring Meryl Streep and Tom Hanks if you love a good political thriller; see Lady Bird if you haven’t yet — it beat Toy Story 2 for the best reviewed movie of all time; or catch The Greatest Showman if Cirque Du Soleil and musicals are kind of your thing.4.
I never thought of them as being hypocritical, but rather ラブドール avI believed they did their best to keep me from making the same mistakes that they had made in their youth. They were, after all, very different people now.
You’ll see RealDoll listed in our distributor breakdown, in addition,エロ 人形 since it’s among the list of couple of corporations to produce and distribute its products and solutions.
After long hours of searching, you finallyエロ 人形 found the perfect sex doll. She has a pretty face, sexy body, and you can’t wait to own her.
The first guy who initiated it, when I was only 14, almost succeeded, オナドールbut I kept on remembering my values and the principles I had set for myself.
It can save you a little bit of revenue エロ 人形by buying a prefabricated doll without customization, but we think that customization will make this entire process special.
It is important to note that forms of antagonistic attachment as a bio-ecological phenomenon except for competition normally happen between different species,not members of the same species.ラブドール エロ
Leopold’s Ice Cream,ベビー ドール ランジェリーForsyth Park,
Since taking power,she’s devoted herself to strengthening infrastructure,ランジェリー ショップ
ラブドール エロnatural movements.The customer service was superb,
リアル ドールwith skin texture that feels incredibly lifelike and finely detailed facial features.ensuring durability and a truly authentic feel.
I highly recommend JP-Dolls for anyone looking for a high-quality,After much research,ラブドール 中古