Note : Still not collected full information
Circuit Breaker একটি অত্যাধুনিক রক্ষনযন্ত্র যা আমাদের ইলেকট্রিক্যাল ওয়ারিং এবং ইলেকট্রিক্যাল ইকুপমেন্ট কে শর্ট সাকির্ট ও ওভার লোড হতে নিরাপদ রাখে। তাই আমাদের প্রতিটা ইলেকট্রিক্যাল ওয়ারিং ও ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি ওয়ারিং এ Circuit Breaker ব্যবহার করা আবশ্যক।
আজ আমরা এই আর্টিকেলে ইলেকট্রিক্যাল ওয়ারিং করার জন্য Circuit Breaker Current Rating কিভাবে নির্নয় করা হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আমরা সাধারনত দুই ধরনের ওয়ারিং করে থাকি।
১.বাসাবাড়ির / House Waring. ২. ইন্ডাসট্রিয়াল/Factory Waring.
১. বাসাবাড়ির / হাউজ ওয়ারিং… এই ওয়ারিং সাধারনত সিঙ্গেল ফেজ ২৩০ ভোল্ট হয়ে থাকে যা বাসাবাড়িতে করা হয়। তবে বহুতল আবাসিক ভবনের যদি ইলেকট্রিক লোড বেশি হয় সেখানে তিন ফেজ ৪০০ ভোল্ট ওয়ারিং করা হয়ে থাকে।
২. ইন্ডাস্ট্রিয়াল / কলকারখানা ওয়ারিং ….. এই ওয়ারিং সাধারনত কলকারখানা , ফেক্টরি ও শপিংমলে করা হয়। যা থ্রি ফেজ ৪০০ ভোল্ট ওয়ারিং হয়ে থাকে। আমরা এই আর্টিকেলে শুধু বাসাবাড়ি/ হাউজ ওয়ারিং করার জন্য Circuit Breaker এ Rating নির্ণয় করব।
উধাহরন;আপনি একটি বাসা ওয়ারিং করবেন। যার ২টি বেড রুম, ১টি কিচেন, ২টি বাথ রুম ও ১টি ড্রয়িং রুম এবং ১টি হর্স পাওয়ারের পানির পাম্প আছে। সাপ্লাই ভোল্টেজ ২৩০ ভোল্ট এসি হলে নির্ণয় কর..
(ক) বাসার মোট লোট?(খ) মেইন সার্কিট ব্রেকারের সাইজ?(গ) কতগুলো সাব সার্কিট প্রয়োজন হবে এবং তাদের… সার্কিট ব্রেকারের সাইজ ?
Still not collected full information