উত্তরঃ
শ্রম আইন এর ধারা ৫৬(২) অনুযায়ী , একটি ফ্লোরে কতজন শ্রমিক কাজ করতে পারবে তার একটি Calculation আমাদেরকে বাহির করতে হয় । যাকে floor Occupancy বলা হয়ে থাকে। একটি ফ্লোরের আয়তন ( দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা) অনুযায়ী কতজন শ্রমিক কাজ করতে পারবে তা বাহির করার জন্য আমি Microsoft Excel এ ফ্লোরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা লিখলে যেন automatic ভাবে লোক সংখ্যা কত হবে তা বাহির করা যায় এমন একটি Format দাড় করিয়েছি ।
নিম্মে ০২ টি automatic Calculation Format দেওয়া আছে। একটি (Sample) শ্রমিকের তথ্য পুরন করে দেখানো হয়েছে । আরেকটি (Blank) শ্রমিকের তথ্য খালি রাখা হয়েছে যেন আপনি বুঝতে পারেন পারেন কোথায় কোথায় প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনার কাংঙ্খিত পেয়ে যাবেন।
.
.
HR- Article এর মুল Menu তে ফিরে যেতে অথবা এ সম্পর্কীয় বা এ জাতীয় আরো Article দেখতে ক্লিক করুন।
গ্রেড অনুযায়ী গার্মেন্টস এর ( তফসীল ক ও তফসীল খ) মজুরীর হার সারাংশ আকারে একসাথে দেখতে ক্লিক করুন
Fire – Article এ ফিরে যেতে ক্লিক করুন
Im obliged for the blog post.Thanks Again. Much obliged.