প্রথমে আসি ট্রানসিয়েন্ট কি জিনিষ সেই প্রসঙ্গে। একটা স্ট্যাটিক কন্ডিশন বা স্থির অবস্থা থেকে অন্য একটি স্ট্যাটিক কন্ডিশনে বা স্থির বা ডিসায়ার্ড অবস্থায় যাওয়ার মধ্যবর্তী অবস্থা কে বলা হয় ট্রানসিয়েন্ট কন্ডিশন। একটি উদাহরণ দেওয়া যাক। সবার বাড়িতে সিলিং ফ্যান তো আছেই। অফ অবস্থায় অর্থাৎ স্থির অবস্থায় আছে। ফ্যান টির রেটিং অনুযায়ী ধরে নেওয়া যাক সর্বোচ্চ বেগ হবে ১৫০০ আর পি এম। তাহলে সুইচ অন করলে ফ্যান টির ঘূর্ণন বেগ ০ থেকে ১৫০০ তে যেতে তো একটুখানি সময় লাগবে, নাকি! এই ০ থেকে ১৫০০ তে যাওয়ার মধ্যবর্তী অবস্থা কে বলা হয় ট্রানসিয়েন্ট কন্ডিশন।
আশা করি, বুঝাতে পারলাম। ঠিক একই ভাবে, জেনারেটরের ও একটা অবস্থা থেকে অন্য অবস্থায় যাওয়ার মধ্যবর্তী অবস্থা কে জেনারেটর এর ট্রানসিয়েন্ট অবস্থা বলে। সেটা অফ অবস্থা থেকে রেটেড ভোল্টেজে পৌঁছানো হোক, বা লোড পরিবর্তন জনিত কারণে হোক, হান্টিং এর জন্য হোক, বা অন অবস্থা থেকে অফ করা হোক।
টেকনিক্যালি বললে এই অবস্থাকে আবার সাব ট্রানসিয়েন্ট ও ট্রানশিয়েন্ট দুভাগে ভাগ করা যায়। অনেক কথা লিখতে ইচ্ছে করছে, (আমি রিসার্চের পিছনে যে দুটো বছর ব্যর্থ চেষ্টা করেছিলাম, সেটার টপিক এর সাথে ভীষণ সম্পর্কিত বিষয় বলে হয়ত) কিন্তু সে প্রসঙ্গে তো বই এ আলোচনা করা আছে।
..Collected