গার্মেন্টস এর ব্যবসায় LC কিভাবে করতে হয় ?

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Letter of credit -LC ঃ প্রত্যয়পত্র (ইংরেজি: Letter of credit -LC) সংক্ষেপে এলসি হল আমদানিকারকের পক্ষে এবং রপ্তানিকারকের অনুকূলে আমদানিকৃত পণ্যের মূল্য পরিশোধের নিশ্চয়তা। অর্থাৎ, আমদানিকারকের পক্ষে এবং রপ্তানিকারকের অনুকূলে আমদানিকৃত পণ্যের মূল্য পরিশোধের নিশ্চয়তা প্রদান করে আমদানিকারকের ব্যাংক যে পত্র ইস্যু করে তাকে প্রত্যয়পত্র বা এলসি বলে।

ইমপোর্ট রেজিষ্ট্রেশন সার্টিফিকেট (IRC)
এল সির মাধ্যমে আমদানি: এল সি-এর ধরন নির্ধারন
এল সি খোলার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন
কোলেটারেল সিক্যুরিটি প্রদান ( Collateral Security )
শিল্প কারখানার মূল মেশিন/ পণ্য আমদানির জন্য প্রয়োজনীয় দলিলপত্রাদি ( Necessary Documents for Imports of Machinaries )
মূল যন্ত্রপাতি আমদানি ঋণপত্র খোলা (Opening the LC of Principle Machineries )
এল সি পরীক্ষা করা (Examining the LC)
রপ্তানি, আমদানি ও মাল খালাস ( Export, Import and Unloading of Marchendise)
বিনিময় বিল (Bill of Exchange)
এফ.ও.বি. মূল্য, সি.এফ.আর মূল্য এবং সি.আই.এফ. মূল্য (FOB, CFR, & CIF Price )
আমদানির জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস ( Documents for Import)
বিল অব লেডিং সংগ্রহ (Collection of Bill of Lading)
ব্যাক টু ব্যাক এল সি (Back to back LC)

ইমপোর্ট রেজিষ্ট্রেশন সার্টিফিকেট (IRC)
ইমপোর্ট রেজিষ্ট্রেশন সার্টিফিকেট পেতে নিম্নলিখিত ধাপসমূহ অনুসরন করতে হয়ঃ

একঃ আমদানি ও রপ্তানির চীফ কন্ট্রোলারের অফিস থেকে ফরম সংগ্রহ করুন।

দুইঃ বাংলাদেশ ব্যাংক বা সোনালী ব্যাংকের শাখায় সিডিউল ফি জমা দিন।

তিনঃ প্রয়োজনীয় ডকুমেন্টসহ আবেদন জমা দিন।

প্রয়োজনীয় কাগজপত্র
১. ট্রেড লাইসেন্স
২. পাসপোর্ট সাইজের ছবি (৩ কপি)
৩. টিন নম্বর
৪. চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ বা সংশ্লিষ্ট এসোসিয়েশন হতে মেম্বারশীপ সার্টিফিকেট
৫. ট্রেজারী চালানের মূল কপি
৬. পার্টনারশীপ বিজনেস হলে পার্টনারশীপ ডিড এর কপি
৭. লিমিটেড কোম্পনির ক্ষেত্রে সার্টিফিকেট অব ইনকর্পোরেশন, আর্টিক্যাল অব এসোসিয়েশন, মেমোরেন্ডাম অব এসোসিয়েশন

বিস্তারিত তথ্যের জন্যঃ
আমদানি ও রপ্তানির চীফ কন্ট্রোলারের অফিস
১১১-১১৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।

এল সির মাধ্যমে আমদানি: এল সি-এর ধরন নির্ধারন


প্রথমে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কোন ধরনের এলসি আপনি খুলতে চান। বর্তমান নিয়ম অনুসারে তিন ধরনের আমাদানিকারকদের জন্য এলসির প্রচলন আছেঃ

১। বাণিজ্যভিত্তিক আমদানিকারক

২। শিল্পভিত্তিক আমদানিকারক

৩।। WES (Wage Earner’s Scheme) এর আওতায় আমদানিকারক।

বর্তমানে নিম্নলিখিত ১২ প্রকার এলসির প্রচলন আছেঃ


১. Revocable LC
২. Irrevocable LC
৩. Confirmed LC
৪. Transferable LC
৫. Divisible LC
৬. Revolving LC
৭. Restricted LC
৮. Red-clause LC
৯. Green clause LC
১০. Back to back LC
১১. With Recourse LC
১২. Without Recourse LC

এল সি খোলার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন


বাণিজ্যিক এলসি খুলতে ব্যাংক আপনাকে নিম্নলিখিত ডকুমেন্ট দিবেঃ

প্রয়োজনীয় কাগজপত্রঃ

১. এলসি আবেদন ফরম
২. এলসিএ ফরম ( Letter of Credit Authorization Application Form)
৩. আইএমপি ফরম
৪. টিএম ফরম
৫. চুক্তি ফরম
৬. চার্জ ডকুমেন্ট
৭. গ্যারান্টি ফরম

Cash/WES এলসি খোলার জন্য ডকুমেন্টঃ

প্রয়োজনীয় কাগজপত্র
১. এলসি খোলার আবেদন
২. এলসি আবেদন ফরম
৩. ইনডেন্ট/ প্রোফর্মা ইনভয়েস
৪. লেটার অব ক্রেডিট অথরাইজেশন ফরম
৫. ইমপোর্ট পারমিট
৬. চার্জ ডকুমেন্ট
৭. ইন্সুরেন্স কাভার নোট

আপনাকে উপরে উল্লিখিত ফরমসমূহ পূরন করতে হবে এবং সত্যতা যাচাই ও স্বাক্ষরের পর প্রয়োজনীয় ডকুমেন্টসমূহ ব্যাংকে জমা দিতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্রঃ
১. ট্রেড লাইসেন্স
২. আমদানি রেজিষ্ট্রেশন সার্টিফিকেট
৩. আয়কর বা টিন
৪. ভ্যাট সার্টিফিকেট
৫. মেম্বারশীপ সার্টিফিকেট
৬. মেমোরেন্ডাম অব আর্টিক্যাল
৭. রেজিষ্টারড ডিড (পার্টনারশীপ ফার্মের ক্ষেত্রে)
৮. রেজুলেশন (পার্টনারশীপ ফার্মের ক্ষেত্রে)
৯. ছবি
১০. ইন্সুরেন্স কাভার নোট ও প্রিমিয়াম প্রদানের রশিদ
১১. ইনডেন্ট/ প্রোফর্মা ইনভয়েসের কপি।

কোলেটারেল সিক্যুরিটি প্রদান ( Collateral Security )


প্রজেক্ট লোনের আওতায় এলসি খুলতে ব্যাংকে কোলেটারেল সিক্যুরিটি প্রয়োজন হয়।
ইকুইটেবল মরগেজ দেওয়ার জন্য যে সকল ডকুমেন্ট দিতে হয়ঃ

প্রয়োজনীয় কাগজপত্র
১. মেমোরেন্ডাম অব টাইটেল ডিড (সম্পত্তির মালিকের)
২. পারসোনাল গ্যারান্টি

.

Collected

.

Merchandising Menu তে ফিরে যেতে ক্লিক করুন

One thought on “গার্মেন্টস এর ব্যবসায় LC কিভাবে করতে হয় ?

  1. There’s not yet an in depth chuoice of land-based casinos
    in Massachusetts, with the initially casino in the state opening
    in June 2015.

    Feel free to surf to my web page … 파워볼

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get 30% off your first purchase

X
error: Content is protected !!